বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ধনকরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মদন ঘোড়ুইয়ের পুলিশী হেফাজতে মৃত্যু নিয়ে এবার সবর হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার তিনি এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।

চিঠিতে লেখা হয়েছে “রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে এমনিতে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তারপর একের পর এই ধরনের নির্মম ঘটনা সেই ক্ষোভ আরও বাড়াচ্ছে। সবচেয়ে বড় কথা ৮ ই অক্টোবর বলবিন্দর সিং-এর ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তা রাজ্যের বিরুদ্ধে গিয়েছে। এবং তিনি প্রতিবাদের পোস্টার বয় হয়ে উঠেছেন।”

রাজ্যপাল চিঠিতে উল্লেখ করেছেন,’ মদন ঘোড়ুইয়ের মৃত্যু ভয়াবহ। ফের হেফাজতে মৃত্যু। অমানবিক অত্যাচারের উদাহরণ। রাজ্য সংবিধান মেনে চলুক। বর্তমানে পরিস্থিতি নিয়ে রাজভবনের সঙ্গে যোগাযোগ রাখা উচিত’।

এছাড়া রাজ্যপাল টুইট করে ‘ রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশকে ট্যাগ করে তাদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, পটাশপুর থানার কনকপুর গ্রামের বাসিন্দা কিশোর ঘোড়ুই কয়েকমাস আগে বাসুদেরপুর এলাকার গৌরাঙ্গ পাখুরিয়ার এক যুবতীকে নিয়ে পালিয়ে যায়। যুবতীর বাড়ি থেকে পটাশপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজি করেও মেলেনি ওই যুবকের খোঁজ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/legendary-actor-soumitra-chatterjee-is-improving-his-condition/

এরপর গত ২৬ সেপ্টেম্বর পুলিশ ওই যুবকের কাকা মদন ঘোড়ুইকে পটাশপুর থানার নিয়ে আসে। এরপর আদালত তার জেল হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে খবর জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে কলকাতায় পাঠানো হয়।

এরপর গত মঙ্গলবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায় মদন বাবুর মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠে বিজেপি কর্মীরা। তাদের দাবি পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে মদন বাবুর।

উল্লেখ্য, এদিন তিন পাতার চিঠি লেখেন রাজ্যপাল। আর তার প্রতিটি পদেই রয়েছে রাজ্যের জন্য চোখা চোখা প্রশ্নবাণ। এখন দেখার রাজ্যপালের এই আক্রমণের উত্তরে কি বলে রাজ্য সরকার।

সম্পর্কিত পোস্ট