৯১ নম্বর ওয়ার্ডে জোরকদমে চলছে “দিদি কে বলো” কর্মসূচী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জোর কদমে চলছে “দিদি কে বলো” কর্মসূচী। মানুষের কাছে গিয়ে মানুষের সমস্যা জানার এক উপায় , এতে যে তৃণমূল কংগ্রেস এর জনসংযোগ বাড়ছে তা বলাই বাহুল্য । কলকাতা পুরসভার ৯১ নম্বর ওয়ার্ডে হয়ে গেলো দিদি কে বলো এর কর্মসূচি।
উপস্থিত ছিলেন বিধায়ক ও মন্ত্রী জনাব জাভেদ খান , তৃণমূল যুব কংগ্রেস এর দক্ষিণ কলকাতার সম্পাদক অতনু প্রসাদ মিত্র সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
মানুষের সমস্যা শোনা, তার উপায় বলে দিলেন স্বয়ং মন্ত্রী। কেন “দিদি কে বলো” এতে কি সুবিধা হতে পারে , তাও বাখ্যা করে দিলেন মন্ত্রী জাভেদ খান । পাশাপাশি এখনো পর্যন্ত গত কয়েক মাসে মানুষ এর ফোন গেছে প্রায় ২০ লক্ষ এবং মানুষ যে উপকৃত ও হয়েছেন তা বললেন অতনু প্রসাদ মিত্র ।
সব মিলিয়ে আবার ও এদিনের দিদি কে বলো কর্মসূচি থেকে উঠে এলো সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা