ত্রিপুরার মাটিতেও এবার ‘দিদির দূত’

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বাংলা দখলের পর এবার তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা। তার জন্য স্টিয়ারিং কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সেই স্টিয়ারিং কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্ধারিত হল দলের পরবর্তী রণনীতি। সেই অনুযায়ী ২০ অক্টোবর থেকে ২ নভেম্বর অবধি ত্রিপুরার মাটিতে ঘুরবে ‘দিদির দূত’। রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকায় সভা করবেন তৃণমূল নেতৃত্ব।

এছাড়াও ২১ অক্টোবর থেকে চলবে জনসংযোগ কর্মসূচি। টানা ১০ দিন ধরে চলবে সেটি। বিজেপির বিরোধিতায় একেবারে কোমর বেঁধে নামতে চাইছে তৃণমূল। এলাকা ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে স্টিয়ারিং কমিটির সদস্যদের দায়িত্বও।

আগামী দিনে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবেন বলে জানিয়েছেন অভিষেক। এমনকি ডিসেম্বরে ত্রিপুরা সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে বিশেষ গুরুত্ব পেয়েছেন সুবল ভৌমিক, সুস্মিতা দেব এবং আশীষ লাল সিং।

সুস্মিতা দেব দেখবেন পশ্চিম ত্রিপুরা ও সিপাহী জেলার দায়িত্ব। সুবল ভৌমিক দেখবেন দক্ষিণ ত্রিপুরা, গোমতি এবং সিপাহী জেলা। আশীষ লাল সিং দেখবেন উনকোটি, ধলাই, খোয়াই এবং উত্তর ত্রিপুরা।

সম্পর্কিত পোস্ট