পরিবর্তিত প্রথায় দিওয়ালী ও কালীপুজো মিলেমিশে একাকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর ভারতীয় প্রথায় দিওয়ালি পাঁচদিনের উৎসব। বাংলায় দীপাবলীর সঙ্গে দিওয়ালীর প্রথাগত বেশ কিছু পার্থক্য রয়েছে। এই পাঁচ দিন গোটা উত্তর ভারতে কিভাবে পালিত হচ্ছে দিওয়ালী। তবে পরিবর্তিত প্রথায় বাংলায় কালীপুজোতে তা মিলেমিশে একাকার।
ধনতেরাস
- কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শুরু হয় ধনতেরাস।
- উত্তর ভারতের ধনতেরাসই বাংলার ধনত্রয়োদশী।
- এই তিথিতে ধন্বন্তরী, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়।
- কথিত আছে সত্যযুগে দেবাসুর যখন অমৃতের জন্য সমুদ্র মন্থনে রত তখন ক্ষীর সাগর থেকে উঠে এলেন দেব চিকিৎসক ধন্বন্তরী।
- এর সঙ্গে উঠে এলেন লক্ষ্মীদেবী। তাই এই দিন ধন-সম্পদের জন্য লক্ষ্মীপুজোও করা হয়ে থাকে।
- একই ভাবে কুবেরের কাছে থাকে দেবতাদের সম্পদ। তাই ধন-সম্পদের জন্য ঐদিন কুবেরের পুজোও প্রচলিত।
- একইসঙ্গে প্রতিটি বাড়ির মূল প্রবেশ পথে ঐদিন মাটির প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। যা যমরাজের উদ্দেশ্যে।
- মানুষের বিশ্বাস এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়।
- এই ধারণা থেকেই ধনতেরাসে সোনা কেনার প্রচলন হয়েছে।
- ধনতেরাসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষ কাল সবচেয়ে শুভ মুহূর্ত ধরা হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tantra-sadhana-kalipujo-is-very-truthful/
নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী
- দীপান্বিতা অমাবস্যার আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হল ভূত চতুর্দশী
- সেদিন চোদ্দ ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে ১৪ প্রদীপ দান করা হয়।
- চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে এদিন। কালীপুজোয় দিওয়ালি ও লক্ষ্মী-গণেশের পুজো
- কার্তিক মাসের অমাবস্যা তিথিকে বলা হয় দীপান্বিতা অমাবস্যা।
- বাংলায় ঐদিন রাতে কালী পুজো করা হয়। উত্তর ভারত জুড়ে সেদিন দিওয়ালি।
- রাবণ বধের পর রামচন্দ্রের অযোধ্যায় ফেরার দিন। রামচন্দ্রের ঘরে ফেরার আনন্দে মেতে উঠে দেশবাসী সেদিন আলোর মালায় সাজিয়ে তোলেন নিজের ঘর।
- সমগ্র উত্তর ভারতে ঐদিন লক্ষ্মী- গণেশের পুজো করা হয়। ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা করেন।
- উত্তর ভারত থেকে (প্রধানত: কনৌজ থেকে) যারা বঙ্গদেশে এসেছিলেন তারা ঐদিন লক্ষ্মী পুজোর ধারাটিও সঙ্গে করে নিয়ে আসেন।
- তাই পশ্চিমবঙ্গীয় রীতিতে ঐদিন সন্ধ্যায় অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী আরাধনা করা হয়।
অন্নকূট
- ভাগবত পুরাণ অনুসারে মহাপ্রলয়ের রাতে গোবর্ধন পর্বতকে তুলে ধরে সমগ্র বৃন্দাবন বাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ।
- তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে বৃন্দাবনবাসী ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নানা ধরনের ভোগ নিবেদন করেন।
- ভাতের পাহাড় করে নিবেদন করা হয়।
- ভাত অর্থাৎ অন্ন। পাহাড় হল কূট। তাই এই উৎসবের নাম অন্নকূট।
- কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে এই পুজো হয়।