বিরিয়ানি এবং খাবারের লোভেই আন্দোলন করছেন পার্ক সার্কাসের মহিলারা মন্তব্য দিলীপ ঘোষের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য রাজনীতিতে বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই একাধিকবার শিরোনামে গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম। শনিবার ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি। পার্ক সার্কাস এবং অশিক্ষিত মহিলারা আন্দোলন করছেন। “বিরিয়ানি এবং খাবারের লোভে আন্দোলনে বসছেন মহিলারা। মন্তব্য বিজেপি সাংসদের।
দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হয়েছে বিরোধীরা। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, দিলীপবাবু এই কথা বলে মহিলাদের শুধুমাত্র অসম্মান করেননি। তাঁদের খাটো করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃতৃণমূলের সম্প্রীতির পোস্টার ঘিরে বিতর্কিত মন্তব্য বাবুলের, পাল্টা জবাব পার্থর
কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষ একজন সাংসদ, দলের সভাপতি। তিনি কিভাবে এই কথা বলতে পারেন? মাথা খারাপ হয়ে গেছে দিলীপ ঘোষের। এটাই বিজেপির সংস্কৃতির পরিপন্থী। দিলীপ বাবু নিজের দলের সংস্কৃতির থেকেও উর্দ্ধে উঠে গিয়েছেন।
দিল্লির নির্বাচনের আগেই শাহিনবাগকে কেন্দ্র করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির হেভিওয়েট নেতৃত্ব। ফলস্বরূপ দিল্লির বিধানসভায় মাত্র ৮ টি আসন জোটে গেরুয়া শিবিরের ভাগ্যে। ৬২ টি আসন জিতে সরকার গঠন করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।
এরপরেই রাজনীতিতে ভাষার ব্যবহার নিয়ে সংযত হচ্ছে বিজেপি। দিল্লির নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানো উচিত হয়নি বলে দাবী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহিনবাগ নিয়ে আকধিক বিতর্কিত মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে তলব করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
অন্যদিকে সরকারের বিরোধিতায় প্রতিবাদ মানেই দেশদ্রোহিতা নয়। সাফ জানিয়ে দেয় বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, যদি কোনও ব্যাক্তি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সোচ্চার হোন, তিনি দেশদ্রোহী নন।