দিলীপ ঘোষের সভাস্থলেই বিরাট জনসভা মমতার ! কেন? প্রশ্নের উত্তরে মেজাজ হারালেন জ্যোতিপ্রিয়
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ ৯ ডিসেম্বর বনগাঁর গোপালনগরে জনসভা করবেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল।
মঙ্গলবার সভার অঙ্গ হিসাবে বৈঠকে বসেছিলেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন,শাসকদলের একাধিক বিধায়ক ও বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা তৃণমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন “দুয়ারে দুয়ারে সরকার” কর্মসূচির ঢালাও প্রশংসা করতে শোনা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়।
তিনি বলেন,”এই কর্মসূচি এক অভূতপূর্ব। কর্মসূচি মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে শিবির গুলিতে ভিড় করছে”।
এরপরই নোয়াপাড়ায় তৃণমূল নেতা গোপাল দাসের শ্যুটআউটের ঘটনায় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,”বিষয়টি আমার জানা নেই। না জেনে কোনও মন্তব্য করা ঠিক নয়। সেখানকার দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে খোঁজ নিয়ে যা বলার বলব”।
তবে প্রথমদিকে সাংবাদিকদের প্রশ্নের যথাযথ উত্তর দিলেও একটি প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
হঠাতই এক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, বনগাঁর গোপালনগরে দিলীপ ঘোষ যে মাঠে সভা করেছিলেন সেখানেই কেন মুখ্যমন্ত্রী সভা করছেন?
সাংবাদিকদের এই প্রশ্ন শুনে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন জেলা তৃণমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
উত্তেজিত হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের বুম ঠেলে বেরিয়ে যান তিনি। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
বিষয়টি নিয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিজেপি ভূত তাড়া করে বেড়াচ্ছে জ্যোতিপ্রিয়কে। উঠতে বসতে বিজেপির নাম জপ করছেন উনি। সেই কারণে ওনার মাথা ঠিক নেই। মেজাজ হারিয়ে সাংবাদিকদের ওপর হম্বিতম্বি করছেন”।