সর্বজনের নেতা হওয়ার ইচ্ছে দিলীপের বোধহয় নেই!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যতই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা থাকুন না কেন, বাংলায় বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা বোধহয় দিলীপ ঘোষ। ১০ শতাংশ ভোট পাওয়া শূন্য আসনের দল থেকে বিজেপিকে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করায় মূল অবদান ঠোঁটকাটা দিলীপের।
তা আরও বেশি করে বোঝা যায় দিলীপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর রাজ্যে বিজেপির হতশ্রী অবস্থার মধ্য দিয়ে। কিন্তু শিক্ষিত বাঙালি যে আরএসএস-এর প্রচারক হিসেবে কাজ করা দিলীপকে পছন্দ করে না তা জানা কথা। আর ঘোষ মশাইয়েরও বোধহয় ইচ্ছে নেই সর্বজনের নেতা হওয়ার।
বুধবার উলুবেড়িয়ায় গিয়ে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষ রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপবাপান্ত করে বসেন! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দু’পয়সার নেতা বলে কটাক্ষও করেন। সে না হয় ঠিক আছে, রাজনীতিতে প্রতিপক্ষকে খাটো করে দেখানোর ঘটনা খুব একটা বিরল নয়। কিন্তু তা বলে মা-বাবা তুলে কথা বলা সত্যিই রুচিহীন বিষয়।
বিশ্বকাপ ফুটবলের আসর বসলেও মধ্যপ্রাচ্যের সমস্যাগুলোর সমাধান আজও অধরা
তবে এই যে প্রথম দিলীপ ঘোষ এমন মন্তব্য করলেন তা কিন্তু নয়। কিছুদিন আগেই কেশিয়াড়িতে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে তর্কাতর্কির সময় বুকে পা তুলে দেওয়ার কথা বলেন! কথার এমন মণিমানিক্য হামেশাই ছড়িয়ে থাকেন ঘোষবাবু।
এই ভাষায় কথা বলার জন্য শিক্ষিত বাঙালির কাছে দিলীপ ‘অভব্য, রুচিহীন’ নেতা। তাঁর হাতে বাংলার সংস্কৃতি সুরক্ষিত নয় বলে মনে করে এই অংশটি। কিন্তু রাজ্যে বিজেপির প্রধান মুখ হয়েও দিলীপ ঘোষ যদি শিক্ষিত মানুষের মনোভাবকে পাত্তা দিতে না চান তাতে তিনি একটা অংশের কাছে যে পরিত্যজ্য হয়ে থেকে যাবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।