আজই বিজেপিতে যোগদান দীনেশ ত্রিবেদীর?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার দুপুরেই নাটকীয়ভাবে ইস্তফা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। তারপরই তার টুইট ঘিরে জল্পনায় কার্যত শিলমোহর পড়েছে মোদী-শাহ কে বন্ধু সম্বোধনে। তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন একথা একদম জলের মতই পরিস্কার। প্রশ্ন সেটা দিনটা কবে?
রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে সেই দিনটা সম্ভবত আজই। তবে তালিকায় আরও একজনের নাম উঠে আসছে তিনি দিব্যেন্দু অধিকারী। তবে দিব্যেন্দু অধিকারী অবশ্য জানিয়েছেন তার দিল্লি যাওয়ার ঘটনা পূর্ব নির্ধারিত।
দলবদলের জল্পনা উড়িয়ে তিনি দাবি করেছেন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতেই তিনি যাচ্ছেন। যদিও তৃণমূল নেতৃত্বের একাংশ জানাচ্ছেন, অধিকারী পরিবার যে মনে মনে বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন সেকথা স্বয়ং নেত্রীও জানেন। শুধু বাকি রয়েছে আনুষ্ঠানিকতা।
এর আগে, হলদিয়ার সরকারী অনুষ্ঠানের মঞ্চে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও দীর্ঘ আলোচনায় দেখা গিয়েছিল দিব্যেন্দুকে।
১২ ঘন্টার বাংলা বনধে রাজ্যের ক্ষতি ২ হাজার কোটি টাকা
প্রসঙ্গত, দিনকয়েক আগেই দিব্যেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন তার কাছে হুমকি ফোন আসছে। সেই ফোনে বলা হচ্ছে হলদিয়ার মাটিতে পা রাখলে মারা হবে তাকে। বলা হচ্ছে নন্দীগ্রামে ঢুকলে মারা হবে।
তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত তিনি দেননি। তবে এতে যে কোনোভাবেই তৃণমূল দায়ী নয় তা আগেই জানিয়েছেন অখিল গিরি।
বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই নাটকীয় পরিবর্তন ঘটছে রাজ্য রাজনীতির। শুভেন্দু-রাজীব-দীনেশ ত্রিবেদীর একের পর এক বিজেপি যোগদান নিঃসন্দেহে গেরুয়া বাহিনীর হালে পানি যোগাবে। তবে ড্যামেজ কন্ট্রোলে কী স্ট্র্যাটেজি নেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও দেখার।