দল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, পরবর্তী আস্তানা বিজেপি-মত রাজনৈতিক মহলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের নির্বাচনের আগে দলবদলুদের তালিকা লম্বা হচ্ছে। সেই তালিকায় নবতম সংযোজন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার।
দীর্ঘদিন ধরে তিনি “বেসুরো” ছিলেন। সাম্প্রতিক সময়ে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। এবার দল ছাড়ার সিদ্ধান্তটা পাকাপাকি ভাবে নিয়ে ফেললেন এই বিধায়ক।
দীপকবাবু দল ছাড়ার চিঠি ইতিমধ্যেই স্পিড পোস্ট করে তৃণমূল ভবন ও দক্ষিণ ২৪ পরগনা দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। যদিও তৃণমূলত্যাগী বিধায়ক তাঁর আগামীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি।
তবে মনে করা হচ্ছে, দীপক হালদারও বাকিদের মতো ঝাঁকের কই হয়েই জার্সি বদলে গেরুয়া শিবিরে যোগদান করবেন অদূর ভবিষ্যতে।
এর আগে ২০১৫ সালে অবশ্য দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল দীপক হালদারকে একবার থেকে সাসপেন্ডও করেছিল। পরে অবশ্য ফের তাঁকে ফিরিয়ে নেওয়া হয়।
“আত্মনির্ভরতার নামে আত্মবিক্রির বাজেট এটা”- কেন্দ্রের সমালোচনায় সরব বাম নেতা বিকাশ ভট্টাচার্য
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। শোভন যখন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি ছিলেন তখন তাঁর বৃত্তেই ঘোরাফেরা করতেন দীপক।
শোভন বিজেপিতে সক্রিয় হতেই মাস খানেক আগে তাঁর গোলপার্কের ফ্ল্যাটে গিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন দীপক হালদার। তখন থেকেই চিত্রনাট্য পরিষ্কার হতে শুরু করে।
আবার শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। ডু সেক্ষেত্রে রাজনৈতিক মহলের ধারণা, দীপকের পরবর্তী আলোচনা আস্তানা হতে চলেছে বিজেপি শিবির।
৩১ জানুয়ারি ডুমুরজলা স্টেডিয়াম থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ হাওড়া জেলার অন্যান্য নেতৃত্বদের বিজেপিতে যোগদানের দিনই হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এবার পালা দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার। সেই হুঁশিয়ারির পরের দিনই দীপক হালদারের পদত্যাগ নতুন করে জল্পনা তৈরি করেছে রাজ্য রাজনীতিতে।
দীপক হালদারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যুব বনাম মাদার তৃণমূলের দ্বন্দ্ব দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে কান পাতলেই শোনা যাবে। অভিযোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে যুব তৃণমূল কর্মীরা মাদার তৃণমূলের কর্মীদের বিন্দুমাত্র তোয়াক্কা করেন না। তাই রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছিলেন দীপক হালদারের মত নেতৃত্বরা। আগামী দিনে হয়তো অনেকেই দক্ষিণ ২৪ পরগনা থেকে দল ছাড়তে পারেন।
রাজীবকে দলে পেয়ে নতুন অক্সিজেন বিজেপিতে, তরুণ নেতার সুরক্ষায় ‘Z’ ক্যাটেগরির নিরাপত্তা
রাজনৈতিক মহলের কথায় স্পষ্ট, আগামী দিনে দীপক হালদার বিজেপিতে যোগদান করছেন। তিনি মুখে স্বীকার না করলেও বিগত দিনের তার কার্যকলাপ অন্তত সে কথাই বলছে।
ওয়াকিবহল মহলের মতে, রাজ্যজুড়ে যতই উন্নয়ন হোক না কেন পালাবদলের এই রাজনীতিতে একটু হলেও কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। একমাত্র দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল।
দীপক হালদার এর পদত্যাগ অচিরেই সেই ঘাঁটিতে আঘাত হানবে। যদি তিনি বিজেপিতে যোগদান করেন তাঁর পক্ষ অবলম্বন করে অনেকেই নাম লেখাবেন গেরুয়া শিবিরে। সেক্ষেত্রে শাসকদলের ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা বিজেপির হাত থেকে মুক্ত করা কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।