অস্থায়ী পরিবহণ কর্মীদের কর্মবিরতির জেরে বিঘ্ন বাস পরিষেবা, দুর্ভোগে নিত্যযাত্রীরা
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বারাসাত ডিপোর অস্থায়ী কর্মীরা আটদফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে।
দ্য কোয়ারি ডেস্ক- অস্থায়ী পরিবহণ কর্মীদের কর্মবিরতির জেরে প্রায় অচল হয়ে পড়েছে বাস পরিষেবা।
এর ফলে দুর্ভোগের মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বারাসাত ডিপোর অস্থায়ী কর্মীরা আটদফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে।
অস্থায়ী পরিবহণ কর্মীদের কর্মবিরতি
তিন দিন ধরে চলছে কর্মবিরতি। গত দুদিনের মতো এদিন সকালেও ফের কর্মবিরতিতে সামিল হন অস্থায়ী কর্মীরা।
অন্যান্য দিন ৮০টি বাস চলাচল করলেও এদিন দুপুর পর্যন্ত মাত্র সাতটি গাড়ি চলেছে।
অস্থায়ী কর্মীদের দাবি মেনে নেওয়া না হলে এই কর্মবিরতি চলবে বলে এদিনও জানান তাঁরা।
তবে এদিন তৃণমূল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি তাপস দাশগুপ্ত ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তি হয়।
আরও পড়ুন : প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা
তাপস দাশগুপ্ত জানান, এই বিষয়ে তিনি কিছু জানে না। তবে আগামী কাল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক করার দিকে নজর দেবেন তিনি।
এরপর তিনি বিক্ষোভরত অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে দুইপক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি হয়।
ঘটনাস্থলে গিয়ে বারাসাত থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
অস্থায়ী পরিবহণ কর্মীদের কর্মবিরতি,ব্যাহত হাবড়া বাস ডিপোর পরিষষেবা
অন্যদিকে, অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে ব্যাহত হাবড়া বাস ডিপোর পরিষেবাও।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবড়া বাস ডিপো থেকে নৈহাটি, দীঘা , আসানসোল, ধর্মতলা, গড়িয়া, সাঁতরাগাছি, হাওড়া, বকখালি, আঁটপুর ,নবান্ন রুট-এ বাস পরিষেবা রয়েছে।
আরও পড়ুন : হাউজ ফর অল প্রকল্পে শাসকদলের দুর্নীতি, উঠে এল ১৩ জন নেতা-নেত্রীর নাম
এই রুটগুলোর ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হাবড়া ডিপো থেকে বাস পরিষেবা পান সাধারণ যাত্রীরা।
কিন্তু বৃহস্পতিবার হাবড়া বাস ডিপোর কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে এবং ডিপোর আধিকারিকদের দুর্ব্যবহারের বিরুদ্ধে ও সরকারি সুযোগ-সুবিধার দাবি সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে।
হাতেগোনা কয়েকটি বাস চলছে যেগুলো সরকারি কর্মী বাস-চালক চালাচ্ছেন।
যদিও বেসরকারি চালকের সংখ্যাটাই অনেকটা বেশি। হাবড়া ডিপো সূত্রে খবর, এখানে বেসরকারি বাসচালক ৫৭ জন এবং কন্টাকটার রয়েছেন ৫৬ জন।