খাদ্য দ্রব্য সামগ্রী বন্টন বারিকপাড়া বন্ধু দলের , থাকলেন মেয়র পারিষদ তারক সিং ও
রাহুল গুপ্ত
করোনা কাঁটায় বিদ্ধ সবাই। চলছে লক ডাউন পর্ব ৩। এই পরিস্থিতিতে এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালো বারিকপাড়া বন্ধু দল ক্লাব।
কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় , এই ক্লাবের সব সদস্যদের মিলিত প্রয়াসে ১৩০ থেকে ১৪০ জন মানুষের হাতে তুলে দেওয়া হলো শুকনো খাদ্য দ্রব্য সামগ্রী। অঞ্চলের সেই সব বাসিন্দারা যারা করোনা আবহে জর্জরিত তাদের হাতে এদিন তুলে দেওয়া হয় এই সব খাদ্য দ্রব্য সামগ্রী।
এদিন উপস্থিত থাকলেন ১১৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পারিষদ তারক সিং। তিনি নিজে হাতে তুলে দেন সাধারণ মানুষের কাছে খাদ্য দ্রব্য সামগ্রী। মাস্ক পরে , হাতে গ্লাভস পরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এদিন কার্যক্রমে অংশ নেন তিনি।
করোনা কাঁটায় মানুষকে সচেতন হতে আরো ,পড়তে মাস্ক বারবার বার্তা এদিন দেন তারকবাবু। উঠে আসে কর্পোরেশনের এডমিনিস্ট্রেটর প্রসঙ্গও। কিভাবে কাজ করবে এডমিনিস্ট্রেটর এদিন তাও বললেন মেয়র পারিষদ।
বারোশো কিলোমিটার পায়ে হেঁটে বাড়ির পথে প্রতিবন্ধী শ্রমিক
বারিকপাড়া বন্ধু দল ক্লাব এর উদ্দ্যোগকে সাধুবাদ জানান পৌর জনপ্রতিনিধি। তিনি বলেন যদি এইভাবে সব ক্লাবগুলো এগিয়ে আসে তাহলে মানুষ বাঁচবে , কারণ মানুষের পাশে তো মানুষই থাকে।
বারিকপাড়া বন্ধু দল ক্লাবের সভাপতি মনোরঞ্জন মাইতি জানান ” আমরা চেষ্টা করেছি যারা প্রকৃত সমস্যায় পড়েছেন তাদের পাশে যাতে দাঁড়ানো যায় ” ক্লাবের সম্পাদক উত্তম দাশ বলেন ” মানুষকে আরও সচেতন হতে , এগিয়ে আসতে হবে সব ক্লাবকেই এইভাবে। ”
এদিন সকাল থেকেই সোশ্যাল ডিসটেন্স এ সাধারণ মানুষ লাইনে দাঁড়ান , মুখে মাস্ক ছিল সবার। মাস্ক ছাড়া খাদ্য দ্রব্য দেওয়া যাবে না , ক্লাবের তরফে বারবার বলে দেওয়া হয়েছিলো।
তাই নিজেদের স্বার্থে এদিন সবাই মুখে মাস্ক পরে অংশগ্রহণ করেন। বিপদের দিনে বন্ধু র মতোই বারিকপাড়া বন্ধু দলের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়।