বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নিল জেলা পুলিশ। আজ মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সুভাষ ময়দানের পাঁচিলের ধার ধরে বৃক্ষরোপণ করলেন উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য অধিকারিকরা।

এদিনপুলিশ সুপার নিজে হাতে গাছ লাগিয়ে জল ঢেলে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি মধ্যমগ্রাম পুলিশের ট্রাফিক গার্ড সহ অন্যান্য পুলিশ পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়ার-রাও উপস্থিত থাকেন।

আমফানের ১৭ দিনঃ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হাবড়া, রাস্তা অবরোধে স্থানীয়রা

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন উত্তর 24 পরগনা জেলা জুড়ে প্রতিটি থানায় এই কর্মসূচি হচ্ছে। জেলার প্রতিটি পুলিশ ইউনিট বিশ্ব পরিবেশ দিবস বৃক্ষরোপণের মাধ্যমে পালন করছে।

কিছুদিন আগে আমফান ঝড়ে সমগ্র জেলা জুড়ে উপড়ে গেছে বহু গাছ। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝড়ে পড়ে যাওয়া গাছের দ্বিগুণ সংখ্যক গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জেলা পুলিশের এই উদ্যোগ।

সম্পর্কিত পোস্ট