স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে প্রচারে জেলাভিত্তিক ক্যাম্প, ফের ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে ব্যাংকগুলোকে ফের একবার সতর্ক করল নবান্ন। দরিদ্র মেধাবী পড়ুয়াদের তথ্য চাওয়ার নামে হেনস্থা করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।সরকারের একাধিক নির্দেশ সত্বেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনকারীদের বারবার ঘোরাচ্ছে একাধিক ব্যাংক।
এই বিষয়টি সামনে আসায় স্কুল শিক্ষা সচিব,অর্থসচিব ব্যাংকগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর, বৈঠকে অকারণে পড়ুয়াদের যাতে হেনস্থা করা না হয় সেই বিষয়ে ব্যাংক গুলিকে বলা হয়। পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে দরিদ্র মেধাবী পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয় সেই বিষয়ে ব্যাঙ্কগুলিকে নজর দেওয়ার কথা বলা হয়।
প্রসঙ্গত সম্প্রতি মুখ্য সচিব বিভিন্ন জেলার আধিকারিক ও ব্যাংকগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেও একাধিক তথ্য সেবার নামে যাতে পড়ুয়াদের হেনস্থা না করা হয় সেই বিষয়ে ব্যাঙ্কগুলিকে কড়া নির্দেশ দেন। এই দিনের বৈঠকে দরিদ্র পড়ুয়াদের যাতে অগ্রাধিকার দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় ব্যাংক গুলিকে।
KMC Election 2021: কলকাতা পুরভোটে ঢাক্কা গেরুয়া শিবিরের কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ আদালতের
অন্যদিকে প্রত্যেকটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়কে প্রতি সোমবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে প্রচার করার জন্য ক্যাম্প বসানোর নির্দেশ দেওয়া হচ্ছে। উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর ক্যাম্প গুলিতে প্রত্যেক সোমবার কতজন করে পড়ুয়া আসছে তার রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে দফতরকে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যাতে পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রচার করা যায়, সেই লক্ষ্যেই এই ক্যাম্প করার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে প্রচার করার কথা বলেছিলেন। তারপরই রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের তরফে আগামী সোমবার থেকেই এই ক্যাম্প করার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ রাজ্য সরকার স্টুডেন্স ডে পালন করবে। আগামী ৬ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একটি অনুষ্ঠান করার কথা রয়েছে রাজ্যের। প্রায় ২৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে ওই দিন। তার জন্য ইতিমধ্যেই জেলাভিত্তিক টার্গেট দেওয়া হয়েছে নবান্নের তরফে। তা নিয়ে কিছুদিন আগেই মুখ্যসচিব জেলাশাসক দের সঙ্গে বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর।
দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন, দিল্লি ও কেরলে নতুন করে মিলল আক্রান্তের হদিস
অন্যদিকে ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের সংখ্যা ১ লক্ষ কুড়ি হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৫০ হাজারের বেশি কিছু আবেদনপত্র ব্যাংক গুলিকে মঞ্জুর করার জন্য পাঠানো হয়েছে। যদিও ব্যাঙ্কগুলি তরফে এখনো ৮ হাজারের সামান্য বেশি আবেদনপত্র মঞ্জুর করা হয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর।
শুধু তাই নয় বেশকিছু আবেদনপত্র ব্যাংক গুলো বাতিল ও ফেরত পাঠিয়ে দিচ্ছে যার জেরে প্রত্যেকটি জেলায় একটি করে কমিটি তৈরি করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্য সচিব। কেন ওই সব আবেদন ফেরত ও বাতিল করে দেওয়া হচ্ছে জেলা প্রশাসনকে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।