নিজে লড়ছেন করোনার সঙ্গে, চলবে ৫০ টাকায় ডায়ালিসিস ‘সংকল্প’ প্রতিজ্ঞা ফুয়াদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরপর চারবার টেস্ট করা হলেও ধরা পড়েনি কিছুই। কিন্তু পঞ্চমবার টেস্টে জানতে পেরেছেন তিনি নিজে করোনা আক্রান্ত। হাসপাতালের বেডে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তবুও দরিদ্র মানুষের পাশে থাকাতে এতটুকুও অবহেলা করবেন না। এমনই বার্তা দিলেন বিশিষ্ট চিকিৎসক ও বাম নেতা ফুয়াদ হালিম।
শুক্রবার সন্ধ্যায় ডা. ফুয়াদ হালিম নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখছেন, “কলকাতা স্বাস্থ্য সংকল্প প্রতিজ্ঞা করেছে, ৫০ টাকায় উপলব্ধ ডায়ালিসিস পরিষেবা ৩১ আগস্ট পর্যন্ত চলবে।”
তিনি আরও জানান, বিগত মার্চ মাসের ২৬ তারিখ থেকে ২৯ জুলাই পর্যন্ত ৫০ টাকায় ৩১৫৪ জনকে পরিষেবা দিয়েছেন।
প্রসঙ্গত, তিনি বরাবরই নামমাত্র ফিজ নিয়ে রোগী দেখেন। করোনা আবহে যখন বিভিন্ন ডাক্তারি ক্লিনিকের ঝাঁপ বন্ধ হয়েছে। নানান কারণে হাসপাতালেও মানুষ যেতে ভয় পাচ্ছেন। কখনও বা রোগী ফেরানোর অভিযোগ উঠেছে, প্রতিনিয়ত অসংখ্য রোগীর চিকিৎসা ও ডায়ালিসিস করেছেন ফুয়াদ হালিম।
ফিরে আসুন বুদ্ধবাবু, লড়াইটা লড়তে হবে….
কদিন আগেই তাঁর শারীরিক সমস্যা দেখা দেয়। পরপর চারবার করোনা পরীক্ষা করান। তাতে নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু তাঁর শ্বাসকষ্ট হওয়ায় চেষ্ট এক্স–রে ও সিটি স্ক্যান–সহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে ধরা পড়ে ফুসফুসে সংক্রমণ হয়েছে।
গত সোমবার থেকেই তিনি মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি। পরে পঞ্চম টেস্টে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার রাতে ফুয়াদ হালিমের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী শায়রা শাহ হালিম। তিনি আরও জানান, বর্তমানে ডা. ফুয়াদ হালিম কিছুটা হলেও স্থিতিশীল। ডাক্তারদের নীবিড় পর্যবেক্ষণে রয়েছেন।