ভোটার আই কার্ডে কুকুরের ছবি, মর্যাদাহানির অভিযোগ সুনীল কর্মকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : ভোটার আইডেন্টিটি কার্ডে নিজের ছবি নেই। তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি। সচিত্র ভোটার পরিচয়পত্রে তাঁর ছবির বদলে কুকুরের ছবি দেখে বেজায় বিরক্ত সুনীল কর্মকার। এতে তাঁর মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগও করেন তিনি।

এমন ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদের রামনগর গ্রামে। যদিও ওই কার্ডের ভুল সংশোধন ইতিমধ্যেই করা হয়েছে এবং সংশোধিত ভোটার আই কার্ড সুনীল কর্মকারকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বিডিও।

আরও পড়ুনঃ দলনেত্রীর ধমকানির পরেই মুছে দেওয়া হল পোস্টার

বুধবার রামনগর গ্রামের বাসিন্দা সুনীল কর্মকার জানান, তিনি ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সংশোধিত কার্ড সংগ্রহের পর দেখা যায় তাতে তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি রয়েছে।

তিনি বলেন, গতকাল আমায় স্থানীয় দুলাল স্মৃতি স্কুলে ডেকে পাঠানো হয়। সেখানে আমার হাতে এই কার্ড দেওয়া হয়। আমি ছবিটা দেখলাম। কিন্তু কর্তব্যরত আধিকারিক স্বাক্ষর করে আমার হাতে ওই কার্ডই তুলে দিলেন। তিনি ওই ছবি দেখলেন না।

আরও পড়ুনঃ দিল্লি হিংসা মামলায় দীর্ঘদিনের স্থগিতাদেশ ন্যায়বিচারহীন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

তাঁর অভিযোগ, তাঁর মর্যাদা নিয়ে ছেলেখেলা চলছে। এরপর তিনি বিডিও অফিসে যান এবং বিডিও-র কাছে অনুরোধ করেন এমন যেন আর না ঘটে। অন্যদিকে বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, কিছু ভুল হয়ে থাকতে পারে। সংশোধন করে দেওয়া হবে।

তিনি বলেন, এটা ফাইনাল ভোটার কার্ড নয়। কোনও ভুল থাকলে সংশোধন করা হবে। কুকুরের ছবি থাকার বিষয়টি অবশ্যই চিন্তার, তবে অনলাইনে আবেদন করার সময়ে হয়তো কেউ ভুল করেছে। তাঁর ফটো ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে। সঠিক ফটো সহ ভোটার আই কার্ড তাঁকে দেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট