১৮ অক্টোবর থেকে ১০০ % যাত্রী নিয়ে উড়বে ডোমেস্টিক উড়ান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উৎসবের মরশুমে ডোমেস্টিক উড়ানের (Domestic Flight) উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেন্দ্র। দ্বিতীয় ঢেউ সামলে উঠেছে দেশ। অধিকাংশ রাজ্যেই চোখে পড়ার মতো কম সংক্রমণ।  ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন। এই অবস্থায় বিমান সংস্থাগুলিকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবায় অনুমতি দিল কেন্দ্র।

সরকারি সূত্রে জানা গিয়েছে, উত্সবের মরশুমে অন্তর্দেশীয় বিমান পরিষেবার বাড়তি চাহিদার দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি ১৮ অক্টোবর থেকে তাদের প্রাক-কোভিড ধারণক্ষমতা নিয়ে উড়তে পারবে।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রক ২০২০ সালের মে থেকে অভ্যন্তরীণ বিমান সংস্থার যাত্রী ক্ষমতা সীমাবদ্ধ করে রেখেছিল। বর্তমানে, অভ্যন্তরীণ বিমানের ধারণক্ষমতার সীমা ছিল ৮৫ শতাংশ। সরকারের এই পদক্ষেপ এয়ারলাইন্সগুলিকে (Airlines) আরও ফ্লাইট (Flight) পরিচালনা করতে সক্ষম করবে।

সম্পর্কিত পোস্ট