করোনার কবল থেকে মুক্ত ট্রাম্প,তবে বিপদমুক্ত নয় মার্কিন মুলক
অবশেষে ডাক্তারি পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ মিলল না মার্কিন প্রেসিডেন্টের দেহে। ট্রাম্পের চিকিৎসক সান কানলে আশ্বস্ত করেছেন, ‘‘ওঁর সংক্রমণ নেই।’’
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- ফ্লোরিডায় ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরই একটা সম্ভাবনা ছিল । কারণ ওই বৈঠকে উপস্থিত দুজন করোনাভাইরাসে আক্রান্ত ।
ভাইরাসের কোনো লক্ষণ না থাকায় ডাক্তারি পরীক্ষা করতে চান নি মার্কিন প্রেসিডেন্ট।
অবশেষে ডাক্তারি পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ মিলল না মার্কিন প্রেসিডেন্টের দেহে। ট্রাম্পের চিকিৎসক সান কানলে আশ্বস্ত করেছেন, ‘‘ওঁর সংক্রমণ নেই।’’
করোনা ভাইরাস আপডেট, আমেরিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার পরই করোনা নিয়ে মার্কিন নাগরিকদের আতঙ্ক বাড়ছে।
সাড়ে চার হাজারের বেশি এলাকায় দোকান খোলা রাখার সময় কমিয়ে এনেছে ওয়ালমার্ট।
আরও পড়ুন : #CoronaVirusUpdateসংক্রমণ ঠেকাতে ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ট্রম্প প্রশাসনের
সংস্থার তরফে জানানো হয়েছে,ওই সময়ের মধ্যে দোকান পরিষ্কার ও জিনিসপত্র নতুন করে ভরার কাজ করছে তারা।
শনিবার নিউ ইয়র্কে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে । এই নিয়ে করোনায় মৃত্যু হল ৫১ জন মার্কিন নাগরিকের ।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, ইউরোপের শেঙ্গেন এলাকা পেরিয়ে যাঁরা যাতায়াত করেছেন, তাঁদের আগামী ৩০ দিন আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে ।
করোনা ভাইরাস আপডেট,স্পেনে মৃত ২৮৮
সংক্রমণ খুব দ্রুত ছড়ানোয় তালাবন্দি স্পেন । ইতিমধ্যেই সেখানে মৃত ২৮৮ । আক্রান্ত সাড়ে সাত হাজারেরও বেশি ।
আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ়ের স্ত্রী বেগোনিয়া গোমেজ় । সতর্কতা হিসেবে দেশের মানুষকে দুরপাল্লার ট্রেন, বাস ও বিমানে সফর না-করার পরামর্শ দিয়েছে ফ্রান্স ।
রেস্তরাঁ, কাফে, সিনেমা হল, ক্লাব ও স্কি-রিসর্টগুলি বন্ধ থাকবে । ধর্মীয়স্থানগুলি খোলা থাকলেও জমায়েত নিষিদ্ধ ।
করোনার আতঙ্কে ফ্রান্সে স্থানীয় নির্বাচনে যোগ দিতে পারেননি বহু মানুষ।
করোনা ভাইরাস আপডেট,ইতালিতে মৃত ১৪৪১
ইটালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার মানুষ । মৃত্যু হয়েছে ১৪৪১ জনের ।
পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের উপরে চাপ কমাতে তুরিনের একটি বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তাব দিয়েছে, ৮০ বছর বয়সের ঊর্ধ্বে করোনা আক্রান্তদের ইনটেনসিভ কেয়ারে রাখার প্রয়োজন নেই ।
ভ্যাটিকানে ইস্টার সপ্তাহ পালিত হলেও ভক্ত সমাগম বন্ধ রাখা হয়েছে । অনুষ্ঠানের ‘লাইভ টেলিকাস্ট’ দেখা যাবে ভ্যাটিকানের নিউজ় ওয়েবসাইটে ।
আরও পড়ুন : সংক্রমণ রুখতে দেশ জুড়ে কোয়ারেন্টাইন জারি
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ।
কিন্তু করোনা-বিপর্যয়ে মে মাসের আগে তা হচ্ছে না। সেদেশে করোনা-আক্রান্ত ১০০ জন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, রবিবার থেকে আগত বিদেশিদের ১৪ দিন কোয়রান্টিন করা হবে ।
৩০ দিনের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বিদেশি প্রমোদতরীগুলির । সীমান্ত বন্ধ করেছে ডেনমার্ক, পোলান্ড, রাশিয়া, স্লোভাকিয়া ।