ট্রাম্প আসবেন, যাত্রাপথে দেওয়াল তুলে বস্তি ঢাকছে আমেদাবাদ পুরসভা

বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুদিনের সফরে ভারতে আসবেন ট্রাম্প। তাঁর সঙ্গে আসবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

দ্য কোয়ারি ওয়েব ডেস্ক: চলতি মাসের শেষদিকে ট্রাম্প আসবেন, যাত্রাপথে দেওয়াল তুলে বস্তি ঢাকছে আমেদাবাদ পুরসভা।

সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে শহরের ইন্দিরা ব্রিজের সংযোগকারী রাস্তার পাশে বস্তি ঢাকতে দেওয়াল তোলা হচ্ছে।

যদিও আমেদাবাদ পুরসভার মেয়র বিষয়টি অস্বীকার করেছেন। বৃহস্পতিবার শহরের মেয়র বিজল প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘আমি দেখিনি। এ বিষয়ে আমি কিছু জানি না।’ মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক প্রশাসন।

আরও পড়ুনঃদলীয় প্রার্থীদের ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করতে হবে রাজনৈতিক দলকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

বুধবারই আমেদাবাদে সবরমতী আশ্রমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুদিনের সফরে ভারতে আসবেন ট্রাম্প। তাঁর সঙ্গে আসবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

আশা করা হচ্ছে আমেদাবাদে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। আমেদাবাদে ও দিল্লিতে সরকারি পর্যায়ে নানান প্রোগ্রাম রয়েছে তাঁর। ভারতীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মিলিত হবেন তিনি।

সোমবার হোয়াইট হাউস ভারতে ট্রাম্পের সরকারি সফরের ঘোষণা করেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদির।

এই সফরের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি, দু’দেশের জনগণের মধ্যে স্থায়ী মৈত্রী গড়ে উঠবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট