ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার কারণে দ্বিতীয়বার ইমপিচ করা হল ডোনাল্ড ট্রাম্পকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একবার নয়, দু’বার ইমপিচমেন্টের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প। যা ইতিহাসে প্রথমবার। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জেরেই ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পকে। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেলে হাইজ অব রিপ্রেজেনটেটিভসে ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে চলে ভোটাভুটি প্রক্রিয়া। সেখানে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা ছাড়াও ভোট দেন রিপাবলিকান কিছু সদস্য। মেয়াদ ফুরানোর আগেই বহিষ্কৃত করা হল ট্রাম্পকে।

এই নিয়ে আমেরিকার ইতিহাসে এই প্রথম দু’দফায় ইমপিচমেন্টের মুখোমুখি হতে হল কোনও প্রেসিডেন্টকে। ১৩ মাসে দু’বার এই ঘটনা। ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে স্পিকার জানিয়েছেন, আরও একবার প্রমাণিত হয়ে গেল আইনের উর্ধে প্রেসিডেন্টও নয়। দ্বিতীয়বার ইমপিচ হওয়ার পর নিজের সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার এবং কোনও হিংসা থেকে দূরে থাকার আর্জি জানিয়েছেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trumps-twitter-account-was-shut-down-after-the-capitol-hill-incident/

ট্রাম্পকে ইমপিচ করা হবে কিনা সেবিষয়ে বিস্তর আলোচনা হয়। সদ্য ক্যাপিটল হিলের হামলার ঘটনায় ট্রাম্পের ইমপিচমেন্টের ভোটাভুটি প্রক্রিয়ায় রিপাবলিকানদের নিয়ে নিয়ে আগ্রহ ছিল আমেরিকাবাসীর। ভোটের শেষে জানা যায় মোট ১০ জন রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ভোট প্রক্রিয়ার পর এবার বিষয়টি নিয়ে সেনেটে আলোচনা হবে। সেখানে দোষী প্রমাণিত হলে পরের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ট্রাম্প।

গত বছরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোব বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই হার মানতে চাননি ট্রাম্প। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবী করেন তিনি। তারপর এক জনসভাতে বেশ কিছু মন্তব্য করে বসেন ট্রাম্প। তারপরেই ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। যদিও ঘটনার পরেও চুপ ছিলেন তিনি। ঘটনায় যারা যুক্ত তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে জো বাইডেনের শপথের আগে কোনোরকম অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিরাট সেনাবাহিনী। ওয়াশিংটন জুড়ে মোতায়েন করা হয়েছে বিরাট সেনাবাহিনী। যদিও আগে থেকে এফবিআইয়ের তরফে জানানো হয়েছিল জো বাইডেনের শপথ ঘিরে আমেরিকার একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটতে পারে। যদিও ২৪ তারিখ অবধি জরুরী অবস্থা জারি রাখার অনুমতি দিয়েছেন ট্রাম্প নিজেই।

সম্পর্কিত পোস্ট