রক্তদান করুন, অন্যকে উৎসাহিত করুন…অবলম্বন করুন সতর্কতা
সর্বোপরি, খুব বিশ্বস্ত এবং চেনাপরিচিত জায়গায় রক্ত দিলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ্য রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি না।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জেমস ক্রিস্টোফার হ্যারিসন যিনি Man with the Golden Arm নামেও পরিচিত। এখনও পর্যন্ত ২০ লক্ষ শিশুকে স্বেচ্ছায় রক্ত দিয়ে করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন তিনি। ২০১৮ সালের ১১ মে পর্যন্ত ১১৭৩ বার রক্তদান করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম তুলেছেন তিনি।
খুব ছোটবয়সে একবার জটিল অস্ত্রোপচারের কারণে ১৩ লিটার রক্তের প্রয়োজন হয় তাঁর। সে যাত্রায় রক্ত পেয়ে বেঁচে যান তিনি। এরপর ১৮ বছর বয়স থেকে নিয়মিত রক্তদান করতে শুরু করেন তিনি।
হয়ত আপনারা ভাবছেন এসব ইতিহাস কেন বলছি। তার কারণ রক্তদান যে মানবজীবনের জন্য উপকারী তা আমরা কমবেশী সকলেই জানি। আগের থেকে অনেক বেশী সচেতন হয়েছে মানুষ। তাই রক্তদানে ছোট থেকে বড় সকলেই এগিয়ে আসছেন আজকাল। তবে জানেন কী, রক্তদান করার সময়ও বেশ কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
আরও পড়ুনঃ মকর সংক্রান্তি উপলক্ষে দই চিঁড়ে উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা
রক্তদান :আবশ্যিক বিষয়
দাতার বয়স হতে হবে ১৮-৫৭ বছরের মধ্যে।
পুরুষের ক্ষেত্রে ৪৭ ও মহিলাদের ক্ষেত্রে ৪৫ কেজি ওজন হওয়া প্রয়োজন।
রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
একবার রক্তদান করার ১২০ দিন পর দ্বিতীয়বার তিনি করতে পারবেন।
লক্ষ্য রাখুনঃ
জ্বর বা ভাইরাস ঘটিত কোনো ইনফেকশন থেকে সুস্থ হওয়ার ৭ দিনের মধ্যে রক্ত দেওয়া যাবে না।
ডেঙ্গু জ্বর, টাইফয়েড ও বসন্ত রোগ থেকে সুস্থ হওয়ার পর ৬ মাস পর্যন্ত বিরত থাকুন।
ম্যালেরিয়া থেকে সুস্থ হওয়ার ১ বছর ও যক্ষা থেকে সুস্থ হওয়ার ২ বছর পর্যন্ত রক্ত দেওয়া যাবে না।
চর্ম রোগের ক্ষেত্রে রক্তনালী আক্রান্ত হলে রক্ত দিতে পারবেন না।
অ্যাজমা ঘটিত রোগের ক্ষেত্রে নিয়মিত ওষুধ ও ইনহেলার নিলে রক্তদান করা যাবে না। শরীর সুস্থ হলে তবেই দিতে পারবেন।
রক্তাল্পতা, মৃগী ও একজিমা রোগের ক্ষেত্রে রক্তদান করা যাবে না। প্রয়োজনে চিকিৎসকরে পরামর্শ নিন।
যেসব রোগ থাকলে রক্তদান করা যাবে নাঃ
এইচআইভি, সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ, ক্যান্সার, হৃদরোগ, বাতজ্বর, সিফিলিস, শ্বেতী, যেকোনো প্রকার রক্তবাহিত রোগ।
রক্তদেওয়া যাবে নাঃ
অ্যান্টিবায়োটিক চলাকালীন,
কোনোরকম অপারেশনের হওয়ার ১ বছরের মধ্যে,
রক্তগ্রহীতা রক্তগ্রহণের কমপক্ষে ১ বছরের মধ্যে এবং দাঁতের কোনো চিকিৎসা করালে ৩ দিন বিরত থাকতে হবে।
হেপাটাইটিস বি, সি কখনই রক্তদান করতে পারবে না
অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তদেওয়া যাবে না
মাসিক চলাকালীন রক্তদেওয়া যাবে না
সতর্কতাঃ
রক্তদানের পূর্বে ধূমপান করবেন না এবং পরবর্তী ১ ঘন্টাও ধূমপান করা যাবেনা।
অ্যালকোহল পানের ৭২ ঘন্টার মধ্যে রক্ত দেওয়া উচিৎ না
রক্তদাতা যেন কোনোভাবেই খালিপেটে রক্ত যেন না দেন।
রক্তদানের পূর্বে ও পরে বেশী করে জল খান।
রক্তদানের ১ ঘন্টার মধ্যে কোনো ভারী খাবার খাবেন না।
সর্বোপরি, খুব বিশ্বস্ত এবং চেনাপরিচিত জায়গায় রক্ত দিলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ্য রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি না। আর আপনার রক্ত নেওয়া হয়ে যাওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি ফেলে দেওয়া হচ্ছে কি না।
নিজে রক্তদিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।