মন্ডপে মন্ডপে দরিদ্রদের বস্ত্র দান ভারত সেবাশ্রম সঙ্ঘের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশন সংলগ্ন বিরাটি সার্বজনীন দুর্গোৎসব সমিতি ও  শ্রীমন্তপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোয় সকাল থেকেই বহু মানুষ ভীড় জমিয়েছেন। পঞ্চমী ও ষষ্ঠীর দিন দুই পুজো মন্ডপের সামনে এক অনুষ্ঠানে এলাকার  গরীব ও পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে।

মহা সপ্তমী ও অষ্টমির  পুন্যলগ্নে ৭৩৪ জন নারী পুরুষ ও শিশুদের নতুন বস্ত্র তুলে দেন সঙ্ঘের স্বেচ্ছাসেবক সতিনাথ হালদার, কুল্পি ব্লকের বিডিও দেবর্ষি মুখার্জি , পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার, ব্লক সমন্বয় কমিটির সম্পাদক  পুর্নেন্দু হালদার,  প্রবাসী বাঙালি ও আমেরিকার নীউ জার্সি স্টেট কলেজের  অধ্যাপক জয়দীপ চ্যাটার্জি, অ্যাডভোকেট তপন বিশ্বাস  প্রমুখ।

স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দক্ষিন ২৪ পরগনার বিস্তির্ন এলাকায় নানা সেবা মুলক কাজ করছে সিদ্ধিবেড়িয়া প্রনবানন্দ গ্রামীন সেবা কেন্দ্র। সিদ্ধিবেড়িয়া ছাড়াও আসপাসের প্রায় ৩০ টি গ্রামে সঙ্ঘের পক্ষ থেকে এদিন মহিলাদের নতুন কাপড় ও শিশুদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দীর্ঘ লকডাউনে মানুষ কাজ হারিয়ে চরম আর্থিক অবস্থার মধ্যে দিন কাটছে৷ এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সঙ্ঘের বিভিন্ন শাখার পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেওয়া হচ্ছে রাজ্যজুড়ে।

পঞ্চমীর  দিন সঙ্ঘের পক্ষ থেকে বিরাটির নবাদর্শ হাউসিং সোসাইটি দুর্গাপুজোর মন্ডপে এলাকার মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সঙ্ঘের পক্ষ থেকে। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি স্বপ্ন কুমার সাহা, সম্পাদক ত্রিদিপ দত্ত চৌধুরি ও জয়দীপ নারায়ন চৌধুরি।

সোমবার ষষ্ঠী  উপলক্ষে বিরাটি স্টেশন সংলগ্ন সার্বজনীন দুর্গোৎসব মন্ডপে  এক অনুষ্টানে কয়েকশো গরীব মানুষকে  নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সঙ্ঘের পক্ষ থেকে। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন ইয়াং রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুরেশ বিশ্বাস ও প্রধান উপদেষ্টা সুকুমার সরকার।

সম্পর্কিত পোস্ট