বাড়ি বাড়ি বাজার পৌঁছে দেবে ই-রিকশা, অভিনব উদ্যোগ মালদায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার থেকে ইংরেজবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে শাকসবজি, চাল,ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে হাজির হতে চলেছেন শহরের ই-রিকশাচালকরা।
পুরসভার প্রতিটি ওয়ার্ডে তিনটি ই রিক্সা র মাধ্যমে এই লকডাউন পরিস্থিতিতে বাড়ি বাড়ি এই পরিষেবা দিতে চলেছে ই রিকশা চালকরা। জানালেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার।
আরও পড়ুনঃ লকডাউনের মাঝেই ঘরে ফেরার পালা, আটক ৫৩ জন বিহারী সহ ট্রাক
তিনি বলেন প্রত্যেক ওয়ার্ডে তিনটি ই রিকশা রাখা হয়েছে যার অনুমতি জেলা প্রশাসন দিয়েছে । এই ই-রিকশার মাধ্যমে বাড়ি বাড়িতে গিয়ে চাল-ডাল সহ সমস্ত খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে।
নির্দিষ্ট ফোন নাম্বার দেওয়া হবে কারো কোন প্রয়োজন হলে এই নম্বরে ফোন করলে খাবার নিয়ে পৌছে যাবে ই রিকশাচালকরা।
https://www.facebook.com/100646828120561/posts/157526485765928/