১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে রাজ্যে দুয়ারে রেশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হচ্ছে। তার আগে রেশন ডিলার দের দাবি মেনে রাজ্য সরকার তাদের কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।খাদ্য দপ্তর সূত্রে খবর প্রতি কুইন্টাল খাদ্যশস্য ৫০ টাকা কমিশন বাড়ানো হয়েছে।
এখন রেশন ডিলার রা প্রতি কুইন্টাল খাদ্যশস্যের ৭৫ টাকা করে কমিশন পান। তা বাড়িয়ে ১২৫ টাকা করা হচ্ছে। এর ফলে রাজ্যের প্রায় ৩১০০ রেশন ডিলার উপকৃত হবেন।
করোনা নিয়ন্ত্রণে থাকলে এপ্রিলেই উচ্চ মাধ্যমিক, প্রস্তুত খসড়া রুটিন
পাশাপাশি রেশন গ্রাহকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পণ্যবাহী গাড়ি কিনতে দামের ২০ শতাংশ সরকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতিধারা প্রকল্পের আওতায় ১ লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে।
১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন শুরু হবে বলে খাদ্যদপ্তর আগেই বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম পর্যায়ে ১৫ শতাংশ রেশন ডিলার এই প্রকল্পের আওতায় আসবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। নভেম্বর থেকে রাজ্যের সব রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা আছে।