বকেয়ার অর্থের পরিমাণ পুণর্বিবেচনা করবে ডট
টেলি ব্যবসার কোন কোন অংশের উপরে টেলি সংস্থাগুলিকে রাজস্ব দিতে হবে, সে ব্যাপারে ডটের হিসেবকেই চূড়ান্ত বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- দেশের টেলিকম সংস্থাগুলির বকেয়ার হিসেব ফের খতিয়ে দেখার আশ্বাস দিল টেলিকম দপ্তর বা ডট ।
সুত্রের খবর চলতি সপ্তাহের মধ্যেই বকেয়া অর্থের পরিমাণ খতিয়ে দেখা হবে ।
টেলি ব্যবসার কোন কোন অংশের উপরে টেলি সংস্থাগুলিকে রাজস্ব দিতে হবে, সে ব্যাপারে ডটের হিসেবকেই চূড়ান্ত বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
হিসেব অনুযায়ী ১৫টি সংস্থার কাছে বকেয়া অর্থের পরিমাণ প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকা ।
যার মধ্যে স্পেকট্রাম, লাইসেন্স ফি, সুদ ও জরিমানা-সহ ভোডাফোন আইডিয়ার বকেয়ার অঙ্ক ছিল ৫৩ হাজার কোটি টাকা ।
এয়ারটেলের ক্ষেত্রে বরেয়া অর্থ ৩৫হাজার কোটি । সংস্থাগুলিকে ইতিমধ্যেই নিজেদের হিসেব এবং সেই সংক্রান্ত নথি জমা দিতে বলেছে ডট।
ইতিমধ্যেই মধ্যে এয়ারটেল ১৮ হাজার ৪ কোটি জমা দিয়েছে ।
সংস্থার দাবি, তাদের হিসেব অনুযায়ী বকেয়া ১৩হাজার ৪ কোটি টাকা ।
আরও পড়ুন : আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির পথে Vodafone Idea
বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলের প্রশ্ন, দু’টি হিসেবের মধ্যে এতটা পার্থক্য হয় কী ভাবে ?
এর প্রেক্ষিতেই ডটের হিসেব খতিয়ে দেখার পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা ।
ডট অবশ্য ভোডাফোন ও টাটা টেলিসার্ভিসেসকেও তাদের হিসেব ও নথি জমা দিতে হলেছে ।
হিসেব পুণর্বিবেচনার ফলে অন্যান্য টেলি সংস্থাগুলির বকেয়া অর্থের পরিমাণের আদৌ রদবদল হয় কিনা সেটাই দেখার বিষয় ।