Dowry INC : পণপ্রথার সুফল নার্সিং-এর পাঠ্যবইতে , শিক্ষামন্ত্রীকে নালিশ মহিলা কমিশনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নার্সিং পড়ুয়াদের পাঠ্যবইয়ে পণপ্রথার সুফল নিয়ে একাধিক পয়েন্ট চোখে পড়েছে। তাই নিয়ে তীব্র হইচই। এবার জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ( Dharmendra Pradhan ) কাছে আর্জি জানানো হয়েছে, অবিলম্বে যেন এই বিষয়টি খতিয়ে দেখা হয়।
প্রশ্ন উঠছে, যে দেশে পণের জন্য প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে হাজার হাজার মেয়ে, সেখানে নার্সিংয়ের পাঠক্রমে এরকম একটি বই কিভাবে ছাড়পত্র পেল?
অন্যদিকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের ( Indian Nursing Council ) পক্ষ থেকে বইটির লেখিকা ও প্রকাশনা সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণকেও চিঠি দেওয়া হয়েছে।
Dowry INC
নার্সিং পড়ুয়াদের পাঠ্যবইতে নাকি পণপ্রথা সম্বন্ধে সুফল কথা পয়েন্ট করে লেখা রয়েছে। বইয়ের পৃষ্ঠা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ছবি ঘিরে তোলপাড় শুরু হলে দায় এড়াতে চাইল এন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ( Dowry INC )।
বিএসসি নার্সিং ( BSC Nursing ) এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের পাঠ্যবইয়ের একটি পৃষ্ঠার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পয়েন্ট করে বলা রয়েছে পণপ্রথার সুফলগুলি কী কী।
এদিকে পণপ্রথা আমাদের দেশে আইনত নিষিদ্ধ। পণপ্রথার ভালো দিক হিসেবে সেই বইয়ে দেখানো হয়েছে, এই প্রথার মাধ্যমে কুৎসিত মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়। পণপ্রথার ফলে কোন কুৎসিত মেয়েকে কোন সুন্দর পাত্রের সঙ্গেও বিয়ে দেওয়া
সোশ্যাল মিডিয়ায় এই বইয়ের পৃষ্ঠা নিয়ে আলোড়ন শুরু হয়ে গেছে। নিন্দায় সোচ্চার হয়েছে নেটিজেন। বিতর্ক দেখার পর এই দায় নিতে চাইছেন না ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তাদের নির্দেশিত সিলেবাসেই এই বইটি ছিল।
সোমবার কাউন্সিলের পক্ষ থেকে একটি নোটিস জারি করা হয়েছিল। নোটিসে বলা হয়েছে, নার্সিং কাউন্সিল কোন লেখক বা প্রকাশনাকে সমর্থন করে না। কোন লেখককেই নার্সিং কাউন্সিলের নাম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি। কাউন্সিল আরও জানিয়েছে যে বইটিতে পণপ্রথা নিয়ে যা লেখা রিয়েছে তারা সম্পূর্ণ সেসবের বিরোধী।