West Bengal Election: দীপ্সিতা, ঐশীদের জন্য ভিডিও বার্তা পাঠালেন ডঃ কাফিল খান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গণ্ডী পেরিয়ে এবার রাজ্য রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে দুই তরুণী ঐশী ঘোষ এবং দীপ্সিতা ধর। হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে সিপি(আই)এমের তরুণ মুখ দীপ্সিতা। অন্যদিকে জামুড়িয়া কেন্দ্রে ঐশীকে প্রার্থী করেছে বামেরা। এবার তাঁদের জন্য ভিডিও বার্তা দিলেন ডঃ কাফিল খান।
ভিডিওর মাধ্যমে ডঃ কাফিল খান বলেন, দেশের অর্থনীতি, কৃষক, মহিলাদের ওপর অত্যাচার, সংখ্যালঘু, আদিবাসী, দলিত সহ একাধিক বিষয়ে জেএনইউ এতদিন সরব হয়েছে। এবার সেই জেএনইউয়ের দুই তরুণী ঐশী ঘোষ এবং দীপ্সিতা ধর সংযুক্ত মোর্চার সমর্থনে কাস্তে-হাতুড়ি-তারা প্রতীক চিহ্নে লড়াই করছেন।
বাংলার মানুষের জন্য আবেদন করে তিনি বলেন, যে কেউ মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হোক না কেন আপনারা এমন কাউকে নির্বাচিত করুন যারা আপনার হয়ে বিধানসভায় সরব হতে পারে। এমন কিছু প্রার্থীকে জয় করাতে হবে যারা বিধানসভায় আপনার কথা সদনের ভিতর জোর গলায় বলতে পারে।
আরও পড়ুনঃ West Bengal Election: প্রচারে বেরিয়ে ব্যাটে বলে জনসংযোগ অশোক ভট্টাচার্যের
তিনি আরও বলেন, আমি দেখেছি এই দুই মহিলাকে তাঁরা কীভাবে অল্প বয়সে একাধিক ইস্যুতে সরব হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ এদের নির্বাচিত করুন, যাতে দেশ উন্নতি করতে পারে। পশ্চিমবঙ্গের হিংসা, জাতপাতের রাজনীতির উর্ধ্বে উঠে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হয়েছিলেন ডঃ কাফিল খান। নতুন আইনের প্রতিবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য ২০১৯ সালের ১৩ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এমনকি তাঁর বিরুদ্ধে এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট) লাগু করা হয়েছিল। দীর্ঘ সময় জেলে থাকার পর গত বছর সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। তুলে নেওয়া হয় এনএসএ।
ডঃ কাফিল খানকে মুক্তির জন্য বারবার সরব হয়েছে জেএনইউ। সরব হয়েছিলেন দীপ্সিতা এবং ঐশীরা। এবার বিধানসভা নির্বাচনে তাঁদেরকে ভোট দেওয়ার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানালেন কাফিল খান। হাওড়ার বালি থেকে প্রার্থী হয়েছেন দীপ্সিতা এবং পশ্চিম বর্ধমানের জামুড়িয়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন ঐশী। সকাল থেকে রাত্রি অবধি প্রচারে কোনোরকম খামতি রাখছেন না কেউই। শিল্প, কর্মসংস্থান সহ একাধিক দাবীতে বাড়ি বাড়ি চলছে প্রচার।
গতবার জামুড়িয়া কেন্দ্রে জয়ী হয়েছিলেন সিপি(আই)এম প্রার্থী জাহানারা খান। এবার শিল্পাঞ্চল এলাকায় বেশী করে প্রচারে জোর দিয়েছেন ঐশী। ডঃ কাফিল খানের ভিডিও প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে ঐশী বলেন, “এটা নতুন কিছু নয়। উনি বরাবর আমাদের পাশে থেকেছেন। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নে আন্দোলন করছিলাম তখন উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকের দিনে উনি বড় একটা প্রতীক। উনি কখনও ভুল রাস্তায় থাকেননি। তবুও তাঁকে বারবার আহত করা হয়েছে”।
“বিশেষ করে উত্তরপ্রদেশ যেখানে যোগী আদিত্যনাথের মতো সরকার রয়েছে, সেখানে মানুষ যখন প্রতিবাদ করেন তখন তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলবন্দি রাখা হয়েছে। তবুও তিনি চুপ করে থাকেননি। তাই তিনিও চান এমন একজন কেউ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় যাক যারা মানুষের কথা বলতে পারবে। আমরা গত ১০ বছর ধরে দেখেছি মানুষকে কীভাবে অধিকারের জন্য লড়াই করতে হয়েছে। তাই আমরাও মানুষের জন্য লড়াই করতে চাই”।