গ্রিন টি নয় ব্লু টি খান, নীল চায়ের ম্যাজিক দেখুন
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ বুড়ো হচ্ছেন? খিটখিটে লোক বলছে সবাই? চেষ্টা করুন নীল চা খেতে। দেখবেন আপনি অনেক তরতাজা।
নীল চা বা ব্লু টি আপনাকে এমন কিছু দেবে যা ভাবতেও পারছেন না। কী করে করবেন এই চা? এর জন্য দরকার অপরাজিতা ফুল। খুব পরিচিত এই ফুল। এই অপরাজিতা থেকে তৈরি চা ব্লু টি বিশ্বে আলোড়ন ফেলছে।
অপরাজিতা ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হজমে উপকারি। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ব্লু টি। স্ট্রেস রিলিফ করতেও সাহায্য করে ব্লু টি। একবার পান করলে নিজেই বুঝবেন এটা কত উপকার। নীল অপরাজিতার চা কিন্তু ত্বকের পরিচর্যাতেও ব্যবহৃত হয়। নীল চা পান করলে সহজে বুড়িয়ে যায় না। বলিরেখা পড়ে না। চুল পড়া রোধ করে ব্লু টি।
কী ভাবে বানাবেন নীল অপরাজিতার চা
প্রথমে ফুল শুকোতে হবে। দেড় কাপ জলে ৫-৬টি শুকনো অপরাজিতা ফুল দিয়ে জল ফোটান। ফুটন্ত জল নীল হতে শুরু হলেই অল্প চিনি মিশিয়ে নিন। দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা মেশাতে পারেন তাতে আরও জমবে চা। প্রতিটি অনুপানের বিশেষ ভেষজ গুণ রয়েছে।
নীল চা তৈরি করে খান। বুড়োটে ভাব কাটবে, বলছে গবেষণা রিপোর্ট।