চলতি বছরে ৮০ লক্ষ গ্রামীণ পরিবারে পৌঁছে দেওয়া হবে পানীয় জল: রাজ্য সরকার
দ্য কোয়ারি ডেস্ক : রাজ্য সরকার চলতি আর্থিক বছরে জলস্বপ্ন প্রকল্পের আওতায় বিভিন্ন জেলার প্রায় ৮০ লক্ষ গ্রামীণ পরিবারে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে।
এজন্য আগস্ট মাসের মধ্যেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হবে। সেপ্টেম্বর মাস থেকে পরিবারগুলিকে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে বলে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে।
জলস্বপ্ন প্রকল্পের আওতায় আড়াই কোটি গ্রামীণ পরিবার কে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২২ সালের মধ্যে এর মধ্যে এক কোটি পরিবার কে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছিল।
কিন্তু অতিমারী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই কাজ কিছুটা ব্যাহত হয়। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় সম্প্রতি এই প্রকল্পে গতি আনতে দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন,গ্রামীণ এলাকায় জল-সংযোগ দিতে হবে, এমন পরিবারের সংখ্যা প্রায় এক কোটি ৬৩ লক্ষ।মুখ্যমন্ত্রী আগামী বছর মার্চের মধ্যে মোট এক কোটি পরিবারে জল-সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। সেই লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ১১ লক্ষ ৮৯ হাজার পরিবারের মধ্যে এ-পর্যন্ত প্রায় এক লক্ষ ৩৯ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। নদিয়ার প্রায় ১০ লক্ষ ৬৪ হাজার পরিবারের মধ্যে এই কাজ হয়েছে প্রায় এক লক্ষ ৭৯ হাজার বাড়িতে।
এই ভাবেই চলতি আর্থিক বছরে উত্তর ২৪ পরগনায় প্রায় সাড়ে আট লক্ষ, মুর্শিদাবাদে প্রায় ন’লক্ষ, মালদহ, বাঁকুড়া, কোচবিহার এবং পূর্ব মেদিনীপুরে প্রায় সাড়ে চার লক্ষ, হুগলিতে প্রায় চার লক্ষ, হাওড়া, পূর্ব বর্ধমানে প্রায় তিন লক্ষ, জলপাইগুড়ি, বীরভূমে প্রায় দু’লক্ষ বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।