কোভিড পরিস্থিতিতে বাংলায় সভা বাতিল করলেন অমিত শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে দেশ এবং রাজ্যের করোনা পরিস্থিতি। করোনার রাশ টানতে প্রচারে কড়াকড়ি নির্বাচন কমিশনের। কমিশনের কড়া বিধি মেনে বাকি দু’দফার নির্বাচনের প্রচারে বাংলায় আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২২ এপ্রিল সন্ধ্যা থেকেই কোনও রোড শো এবং পদযাত্রা করা যাবে না বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশের আগেই বাংলায় চারটি সভা বাতিল করে ভার্চুয়াল সভার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল সভায় ৫০০ জনের বেশী ছিলেন না বলে বিজেপি সূত্রের খবর।

তবে বিজেপির তরফে দাবী করা হচ্ছে, অমিত শাহ সভা করতে এলে সেখানে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হতে পারে। ভিড়ের আশঙ্কা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সূচি বাতিল করা হয়েছে। শুক্রবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন এনভি রামানা

শনিবার রামপুরহাট, বেলডাঙ্গা এবং মানিকতলায় সভা করার কথা ছিল অমিত শাহের। তার পরিবর্তে ছোট করেই প্রচার সারতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। অমিত শাহের পরিবর্তে কলকাতায় জনসভা করবেন দিলীপ ঘোষ। বীরভূমে বেশ কয়েকটি জায়গায় জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। মুর্শিদাবাদে ছোট জনসভা করবেন শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়রা।

নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার আগে থেকেই বাংলার দিকে বিশেষ নজর দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়, প্রচারের জন্য বাংলায় আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক নেতৃত্ব।

কিন্তু লাগামছাড়া করোনার সংক্রমণের জেরে প্রচারের দিকে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বাকি দু’দফার নির্বাচনের জন্য ভার্চুয়াল প্রচারে জোর দিয়েছে তৃণমূলও। জমায়েতের আশঙ্কায় ভার্চুয়াল প্রচারে জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 

সম্পর্কিত পোস্ট