Municipal Corporation Election 2022: ভোট পিছলে আপত্তি নেই, কমিশনে চিঠি দিয়ে অবস্থান স্পষ্ট রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরভোট পিছিয়ে দিতে এবার সায় দিল রাজ্য সরকারও। নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন তারই প্রেক্ষিতে জবাব দিল রাজ্য।

সূত্র মারফত জানা যাচ্ছে শনিবার দুপুরে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে ভোট পেছানোর ঘোষণা করবে। ২২ জানুয়ারি ৪ পুরনিগম- আসানসোল, চন্দননগর, বিধাননগর এবং শিলিগুড়িতে ভোটের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু শুক্রবার করোনা পরিস্থিতিকে সামনে রেখেই কলকাতা হাইকোর্ট ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বিবেচনা করার আর্জি জানায়। তারপরেই নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়।

জানা যাচ্ছে অন্তত দু সপ্তাহ পিছিয়ে দেওয়া হতে পারে পুরভোট। শনিবার বেলা বারোটার পরে নিয়ে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসার কথা রয়েছে নির্বাচন কমিশনার সৌরভ দাসের। সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এমনটাই খবর।

তবে এখনো পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে ২২ জানুয়ারি ভোট হচ্ছে না। যদিও ফেব্রুয়ারি মাসে কবে ভোট দেয়া নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পরিস্থিতি ঠিক থাকলেই ১০ ফেব্রুয়ারির পর এই চার পুরসভার ভোট হওয়ার কথা।

প্রসঙ্গত বঙ্গ বিজেপির তরফেও রাজ্য নির্বাচন কমিশনের ভোট পেছানোর দাবিতে চিঠি দেওয়া হয়েছে আগেই। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ব্যক্তিগত মতামতে জানিয়ে ছিলেন করোনা পরিস্থিতি যা তাতে আগামী দু’মাস সবকিছু বন্ধ রাখা উচিত। যা নিয়ে আপাতত চরম বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে।

করোনাকালে ভিড় ও সংক্রমনের ভয় এড়িয়ে নির্ঝঞ্ঝাটে পেনশন তোলার নতুন নির্দেশিকা

এরপর এই শুক্রবার আদালত চার থেকে ছয় সপ্তাহ ভোট পিছনে যায় কিনা তা নিয়ে নির্বাচন কমিশনকে বিবেচনা করে দেখার আর্জি জানায় তার পরেই রাজ্যের তরফ থেকেও ভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়।

যদিও রাজ্যের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বাম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন এটা অবধারিতই। এটা না করলে শাসকের নিজের মুখ রক্ষা হতোনা। আদালতের নির্দেশে স্পষ্ট ভোট পিছিয়ে দিতে হবে। কাজটা সরকারের উচিত ছিল করা সেটা আদালতে করতে হচ্ছে।

সম্পর্কিত পোস্ট