বাড়ছে করোনা, কলকাতায় বড় সমাবেশ করবেন না তৃণমূল সুপ্রিমো
দ্য কোয়ারি ডেস্ক: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ভোট মরশুমে একের পর এক রাজনৈতিক সভায় জমায়েতে ক্রমশ করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে বৈ কমছে না। সংক্রমনের শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা।
এমত অবস্থায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন কলকাতায় আর কোন বড় প্রচার কর্মসূচী করবেন না। প্রচারের শেষ দিন ২৬ তারিখ একটি সিম্বলিক সভা করবেন তিনি।
রবিবার রাত ১১. ৫৭ মিনিটে টুইটারে এ কথা জানান তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। একই সঙ্গে তিনি জানিয়েছেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই শহরের বাইরে এবং জেলায় জেলায় জনসভা ও কর্মসূচি আধ ঘণ্টার মধ্যেই শেষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী।
এর আগেই অবশ্য করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই পন্থা অবলম্বন করেছে বামেরা। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে আর কোন বড় মিটিং মিছিল হবে না। পরিবর্তে ভোট প্রচারে সোশ্যাল মিডিয়া এবং ক্যাম্পেইনকেই বেছে নিয়েছেন তারা।
শুধু তাই নয় টেলিভিশন, রেডিও এবং দূরদর্শনের মাধ্যমে তাদের বিভিন্ন প্রচার কর্মসূচী শুরু করে দিয়েছেন তারা। ইতিমধ্যেই করো না পরিস্থিতির কথা মাথায় রেখেই বঙ্গে জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত শীতলকুচি কাণ্ডের পর এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন জানিয়ে দেয় বাকি সব দফার ৭২ ঘন্টা আগে শেষ করতে হবে প্রচার। এছাড়াও সন্ধ্যে ৭ থেকে সকাল ১০ টা পর্যন্ত কোন প্রচার কর্মসূচী করা যাবে না বলে নির্বাচন কমিশনের তরফ এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।