করোনা পরিস্থিতিতে পিছিয়ে যাবে উচ্চমাধ্যমিক, বার্তা সংসদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ : মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবে। পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান আর কিছু নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। যখনই পরীক্ষা হোক, হবে নিজের স্কুলেই। বুধবার একথা জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঠিক ছিল ১০ জুন অবধি চলবে পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতিতে এখনই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মনে করছেন মধ্যশিক্ষা পর্ষদ।

পরীক্ষা বাতিল অথবা পরীক্ষার পরিবর্তিত তারিখ সম্পর্কে কিছুই জানানো হয়নি পর্ষদের তরফে। কবে মার্কশিট দেওয়া হবে সেবিষয়েও পর্ষদের অন্দরে আলোচনা জারি রয়েছে।

দেশের করোনা পরিস্থিতি সংকটজনক। করোনার হাত থেকে মুক্ত নয় পশ্চিমবঙ্গ। এমত অবস্থায় মাধ্যমিক পরীক্ষা নেওয়া অসম্ভব বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা বাতিল? নাকি পিছানো হবে পরীক্ষার তারিখ? সেবিষয়ে এখনও অবধি পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।

আগেই জানিয়ে দেওয়া হয়েছিল,  করোনা পরিস্থিতির জেরে বাতিল একাদশ শ্রেনীর পরীক্ষা। পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হতে পারবে দ্বাদশ শ্রেণীতে।

করোনা পরিস্থিতির জেরে আগেই বাতিল করে দেওয়া হয়েছে সিবিএসই ও আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা। পিছিয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও।

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক নয়, বার্তা পর্ষদের

একাদশ শ্রেণি থেকে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের প্রথম তিন মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সমাপ্ত করতে হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে।

সম্পর্কিত পোস্ট