ধেয়ে আসছে যশ, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্পষ্ট করে না বলা গেলেও, আবহাওয়া দফতরের অনুমান বঙ্গ উপকূলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ। ২৫ তারিখ থেকেই হাওয়ার দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। আর তাই আগাম সর্তকতা হিসেবে ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত মোট ৯ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনে।

রেলের তরফে ঘোষণা করা হয়েছে,

  • ২৫ থেকে ২৭ মে বাতিল থাকবে হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন, হাওড়া-পুরী স্পেশাল ট্রেন,  হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেস।
  • ২৭ থেকে ২৮ মে বাতিল থাকবে শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস।
  • ২৪ ও ২৯ মে বাতিল থাকবে হাওড়া-কন্যাকুমারী স্পেশাল ট্রেন।
  • ২৪ থেকে ২৬ মে বাতিল থাকবে হাওড়া-সেকেন্দরাবাদ স্পেশাল ট্রেন, হাওড়া-চেন্নাই স্পেশাল ট্রেন।
  • ২৭ মে বাতিল থাকবে হাওড়া-তিরুচিরাপল্লি স্পেশাল ট্রেন।
  • ৩০ মে বাতিল থাকবে হাওড়া-পুদুচেরি স্পেশাল ট্রেন।

শনিবার থেকে শক্তি সঞ্চয় শুরু ঘুর্ণিঝড় ‘যশ’ এর। মঙ্গলবার পুর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সোমবার তা শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘুর্ণিঝড় ‘যশ’এ।

হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, শোভনকে বাড়ি নিয়ে যেতে চান বৈশাখী

আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে সোমবার থেকেই পশ্চিমবঙ্গ উপকুলে বইবে ঝড়ো হাওয়া। মঙ্গলবার তার গতিবেগ বাড়বে ক্রমশ। মঙ্গলবার থেকেই দুই রাজ্যের উপকুলে চলবে বৃষ্টিপাত। যার দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে। বুধবার দুই রাজ্যের উপকুলে তা আছড়ে পড়বে।

ঘুর্ণিঝড়ের আগমনের আগে থেকে বাড়তি সতর্কতা উপকুলবর্তী এলাকাগুলিতে৷ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। যারা গেছে তাঁদেরকে আগামীকালের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট