করোনার জেরে বাতিল আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি। সেকথা মাথায় রেখেই বাতিল করে দেওয়া হল আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা।

যদিও বোর্ডের ওরফে একাদশ শ্রেণীর ভর্তি হওয়ার কাজ শুরু করার কথা বলা হয়েছে। ক্লাস হবে অনলাইনে।

করোনায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্কুল-কলেজ বন্ধ রয়েছে হরিয়ানা, জম্মু-কাশ্মীর, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থানেও। একইভাবে গুজরাট, পাঞ্জাব, ওড়িশা তাঁদের স্কুল ফাইনাল পরীক্ষা বাতিল করেছে।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জেইই মেইন স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার ১৫ দিন আগে জানিয়ে দেওয়া হবে দিনক্ষণ। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

গিত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২,৫৯,১৭০ জন। মৃত ১৭৬১ জন। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৮,৯২৪। দিল্লিতে একদিনে আক্রান্ত ২৩,৬৮৬। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ২৮,২১১ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ১৫,৭৮৫ জন।

সম্পর্কিত পোস্ট