তিনদিনের মুম্বই সফরে মমতা, উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক বাতিলের সম্ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজই তিনদিনের মুম্বই সফরে রওনা হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি পূর্বনির্ধারিত হলেও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রবিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে মুম্বাই থেকে জোটের সলতে পাকানো কাজ শুরু করতে চান তিনি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে এবার মুম্বাই সফরে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরে অসুস্থ। তাই এবারে হয়তো মুম্বাই শহরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অন্যদিকে এনসিপি মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন সরকারের সঙ্গে আগামীকাল দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শরদ পাওয়ার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে ছাড়া জোট অসম্ভব। তবে তৃণমূল সূত্রের খবর সাম্প্রতিককালে কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন শরদ পাওয়ার এর সঙ্গে।\
“টাকার বিনিময় বন্টন করা হয়েছে টিকিট, জেলা সভাপতি তৃণমূলের দালাল”; সরব বিজেপি কর্মীরা
শুধু রাজনৈতিক জোটের সলতে পাকানো নয় , এবারের মুম্বাই সফরে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা ডিসেম্বর বেশকিছু শিল্পপতিদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আগামী বিশ্ববাণিজ্য সম্মেলনে তাদের আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মহারাষ্ট্র সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মহারাষ্ট্রের কংগ্রেস এবং এনসিপি সঙ্গে জোট করে সরকার গঠন করেছে শিবসেনা। বিজেপির সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকায় সেখান থেকে বেরিয়ে এসেছিলেন তারা। এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে রাজনৈতিক জোটের সমীকরণ বদলের চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে তিনি কতটা সফল সেটা সময় বলবে।