টানা বৃষ্টির জেরে হাওড়া শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা বৃষ্টির জেরে শহর কলকাতা সহ বিভিন্ন জেলা জলমগ্ন। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক। তবে হাওড়া শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা। প্রবল বৃষ্টিপাতের জেরে হাওড়া কারশেডের বিভিন্ন জায়গা জলমগ্ন। রেললাইনে জল জমেছে।
বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল। বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
বাতিল করা হয়েছে-
- ০২৩০৩ পূর্বা এক্সপ্রেস,
- ০২৩৫৩ লাল কুয়াঁ এক্সপ্রেস,
- ০৩০০১ হুল এক্সপ্রেস
- ০৩০১৫ হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস
- দক্ষিণ-পূর্ব রেলের ১২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
সময় পরিবর্তন হয়েছে-
- ০২৩৩১ হিমগিরি এক্সপ্রেসে নির্ধারিত সময়ের থেকে ৩ ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে,
- ০৩০০৯ দুন এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে ৩ ঘণ্টা ২০ মিনিট দেরিতে
- ০২৩২৩ হাওড়া-নয়াদিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে ৫ ঘণ্টা ৫ মিনিট দেরিতে ছাড়বে
- হাওড়া-মুম্বই স্পেশাল এক্সপ্রেস শুক্রবার ২টো ৪৫ মিনিটে হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে।
- হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস হাওড়ার বদলে খড়গপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে।
ফের নজির বিধানসভায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক গড়হাজির মুকুল
হাওড়া শাখায় স্টাফ স্পেশাল ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও রেল এবং কয়েকটি ক্ষেত্রের কর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল।