করোনার জেরে বাতিল সিরি-আ এর একাধিক ম্যাচ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি করোনা। এবার ভয়াল করোনা থাবা বসিয়েছে ইতালিতে।
রবিবার ইতালির ঘরোয়া লিগ ‘সিরি-আ’ –এর সমস্ত ম্যাচ বাতিল করেছে ইতালি সরকার।
রোনাল্ডোদের ঘরোয়া লিগে করোনা আতঙ্ক ছড়ানোর কারণে চিন্তা বেড়েছে আন্তর্জাতিক ক্রীড়া মহলেও।
চিকিৎসকদের মতে ইতালির উত্তর অংশে ছড়িয়ে পড়েছে মারণ রোগ করোনা।
খবর অনুযায়ী, ইতালিতে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৫১ জন। প্রাণ হারিয়েছেন ২ জন। আতঙ্ক ছড়িয়েছে গোটা ইউরোপে।
আরও পড়ুনঃ #CoronaEffect : বিশ্বকে বাঁচাতে অনুসন্ধান জারি রাখল আমেরিকা
রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে।
মূলত ভেনেতা এবং লমবারদি অঞ্চলে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির ক্রিড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার।
রবিবার ইতালির ফুটবলে তিনটি হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ছিল গোটা বিশ্ব।
ম্যাচগুলি হল ইন্টার মিলান বনাম সাম্পদোরিয়া, আটলান্টা বনাম সাসৌলো এবং হেলাস বনাম ভেরোনা।
সরকারী তরফে বিজ্ঞপ্তি জারির পর বাতিল করা হয় এদিনের ম্যাচগুলি। যদিও পরবর্তীকালে ম্যাচগুলি কোনদিনে হবে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ “আরো শীত বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে “
এর আগে শনিবার করোনা আতঙ্কের কারণে বাতিল করা হয়েছিল একাধিক ম্যাচ।
একঘন্টা আগে আসকোলি এবং ক্রিমোনেজের ম্যাচ বাতিল হলেও, জুভেন্তাস বনাম স্পালের ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে জুভে। একটি গোলও আসে রোনাল্ডোর পা থেকে।