যোশীমঠে তুষার ধ্বসের জের, বন্যায় ভেসে গেল প্রচুর ঘরবাড়ি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যোশীমঠে তুষার ধ্বসের জেরে বাড়ল ধৌলিগঙ্গা নদীর জলস্তর। ভেসে গিয়েছে প্রচুর ঘরবাড়ি। একাধিক জনের মৃত্যুর আশঙ্কা। তপোবনে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদী বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি। পাশের গ্রামের সকলকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। নিখোঁজ হয়েছেন ১৫০ জনের অধিক মানুষ। জারি হাই এলার্ট।
হিমবাহের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে। কর্মরত শ্রমিকদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। যদিও এখনও অবধি কোনও তথ্য মেলেনি। শয়ে শয়ে মোতায়েন করা হয়েছেন আইটিবিপি পুলিশ অফিসার। উদ্ধারকাজের জন্য হেলিকপ্টার আনা হয়েছে।
মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরাখণ্ডের এই ঘটনার দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে।
#WATCH | Water level in Dhauliganga river rises suddenly following avalanche near a power project at Raini village in Tapovan area of Chamoli district. #Uttarakhand pic.twitter.com/syiokujhns
— ANI (@ANI) February 7, 2021
সংবাদসংস্থা এএনআইকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, অলোকানন্দা নদীর তীরবর্তী এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাগীরথী নদীর প্রবাহ বন্ধ করা হয়েছে। দুটি সেতু ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
খালি করে দেওয়া হয়েছে শ্রীনগর এবং ঋষিকেষের বাঁধ। তিনি নিজেও ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী। মোতায়েন করা হয়েছে এসডিআরএফ।
#WATCH | Uttarakhand: Rescue workers reach Reni village in Joshimath area of Chamoli district.
(Video credit – police) pic.twitter.com/pXdBubzUCj
— ANI (@ANI) February 7, 2021
চামোলি পুলিশের তরফে জানানো হয়েছে, অলোকানন্দা নদীর তিরবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ বাসিন্দাদের।