নির্বাচনের জের , বদলে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফের সূচি বদল করা হবে কিনা তা নিয়ে খুব শীঘ্রই রাজ্য সরকার নিজেদের সিদ্ধান্ত জানাবে।

নবান্নে আজ মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী শিক্ষা সচিব মণীশ জৈনের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ বৈঠক করেন। প্রশাসনিক সূত্রের খবর পরীক্ষা চলাকালীন উপ নির্বাচন আয়োজন করতে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে ওই বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে।

বাবুলের পয়সা উসুল প্রায় নিশ্চিত, ‘বিহারীবাবু’ কি অঙ্ক মেলাতে পারবেন?

উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলেই পরীক্ষা দেবেন বলে স্থির হয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক স্কুলেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে ভোটগ্রহণকেন্দ্র হিসেবে স্কুলগুলিকে ব্যবহার করতে সমস্যা দেখা দেবে। আবার স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভোটের কাজে ব্যবহার করার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে আজই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন বদল করা হয়েছে। ১৬ তারিখের পরিবর্তে ২১ তারিখ থেকে শুরু হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এদিকে, জয়েন্ট পরীক্ষার জন্য আগেই একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন বদল করা হয়েছে। এমত অবস্থায় ফের একবার পরীক্ষার সূচি পরিবর্তন করা হবে কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট