দুর্গারুপে মমতা; ভ্যাকসিন থেকে চাকরি – একাধিক ইস্যুতে প্রশ্ন তুলছেন বিরোধীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাগুইহাটি নজরুল পার্ক উন্নয়ন সমিতিতে এবার দুর্গা প্রতিমার মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। দুর্গাপূজা কমিটি থিমের নাম রেখেছে ‘তুমিই ভরসা’। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।
অভিযোগ দুর্গা প্রতিমাতে মমতার মুখ তৈরি করে রাজ্যের উন্নয়ন আদৌ হবে কি? নাকি দুর্গা প্রতিমা বিসর্জনের সঙ্গে মমতার বিসর্জন হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ব্যবহার করছেন তারা আসলে রাজনীতির পালে হাওয়া দিচ্ছেন। এমনই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে।
অভিযোগ ভ্যাকসিন নিয়ে যখন বানারহাটে পরিস্থিতি উত্তপ্ত, জঙ্গলমহলে বহু জায়গায় মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না, শিক্ষিকা বিষ পান করছেন, কোন নিয়ম নীতি নেই, শুধু খেলা-মেলা নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ আনন্দেই আছেন।
তার ওপর গোদের ওপর বিষফোঁড়া বাগুইহাটি নজরুল উন্নয়ন সমিতি মুখ্যমন্ত্রীকে দুর্গাপ্রতিমার সঙ্গে তুলনা করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইতে শুরু করেছে। তীর বিদ্ধ করছেন নেটিজেনরা।
অবশ্য তৃণমূলের নেতা কর্মীরা এতে কোনো রাজনীতি দেখছে না। তৃণমূল নেতৃত্বের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেন তা মানুষের কথা ভেবেই করেন। সেক্ষেত্রে কোন পূজা কমিটি যদি তাঁর মুখ মা দুর্গার সঙ্গে তুলনা করে তাহলে অসুবিধা কোথায়?
যদিও এ ব্যাপারে বামপন্থীদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া না মিললেও আকার-ইঙ্গিতে তাদেরও কটাক্ষ দুর্গাপূজা কমিটিকে।
বাদ বাইক র্যালি,রোড শো, ৫০ শতাংশ লোক নিয়ে খোলা জায়গায় সারতে হবে প্রচার
সামনে উপনির্বাচন। তার আগে বাগুইহাটি নজরুল উন্নয়ন সমিতির ‘তুমিই ভরসা’ আর মমতার মুখ দুর্গার আদলে প্রতিমা তৈরি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
বিগত কয়েক বছর ধরে তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন পুজো কমিটিগুলি তুলে ধরার চেষ্টা করেছে বারবার। তাই বাগুইহাটি নজরুল উন্নয়ন সমিতি যে উদ্যোগ নিয়েছে নতুন কিছু নয়। এ ধারা পুরনো।
প্রশ্ন করছেন এরাজ্যের সুশীল সমাজ। তাদের বক্তব্য দেবী দুর্গার সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ কখনোই মানানসই নয়। এতে দেবী দুর্গাকে অপমান করা হয়। শহরজুড়ে করোনা বাদ দিয়ে বড় বড় হোডিং এ শহরের মুখ দেখা যাবে না।
মুখ্যমন্ত্রীর মুখকে সামনে রেখে যে উদ্যোগের বার্তা দিয়ে রাখতে চাইছেন তারা, সেই পুজো কমিটিকে আক্রমণ করতে ছাড়ছেন না সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এখন দেখার দেবী দুর্গার মুখের সঙ্গে মমতার মুখের কতটা মিল পাওয়া যায় এই মন্ডপে।