করোনা আবহে ভোট নিয়ে মামলা, সোমবার শুনানী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে যে মামলা করা হয়েছে, তা গ্রহণ করল আদালত । প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটির গুরুত্ব উপলব্ধি করে আগামী সোমবার মামলাটি শুনবে বলে জানিয়েছে ।
মামলাকারী নীতীশ দেবনাথের বক্তব্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত । কিন্তু রাজ্য সরকার ও নির্বাচন কমিশন তা নিয়ন্ত্রণে ব্যর্থ । সমস্ত রাজনৈতিক দল স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে মিটিং মিছিল করছে । এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট প্রয়োজনে একটি কমিটি তৈরি করে যথাযথ নির্দেশিকা দিক, যাতে সাধারণ মানুষের প্রাণ বাঁচে । রাজ্যে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ।
আজ সকালে মামলাকারীর তরফে আইনজীবী অরিন্দম দাস প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি যাতে দ্রুত শুনানি করা হয় সেই আবেদন জানান । এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টির গুরুত্বের কথা বিবেচনা করে আগামী সোমবার মামলাটি শুনবে বলে জানিয়েছেন ।
ভোটের পরেও অশান্ত আনন্দপুর থানা এলাকা
মামলাকারীর আরও বক্তব্য, নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা নেই বুথের বাইরে যাঁরা রয়েছেন বা যাঁরা নির্বাচনের সঙ্গে যুক্ত নন তাঁদের করোনা বিধি পালনে বাধ্য করা । অন্যদিকে, রাজ্যে এখন কেয়ারটেকার সরকার। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই । ফলে একটা ফাঁক তৈরি হয়েছে ৷ আগামী 2 মে নতুন সরকার ক্ষমতায় না-আসা পর্যন্ত এটা চলবে । এই পরিস্থিতিতে জনস্বার্থে আদালতের হস্তক্ষেপ করা উচিত ।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৮,৯১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১.৩৫ কোটি পার করেছে। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৯০৪ জন। ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ১,৭০,১৭৯ জন