শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচিতে এবার বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী,খাদ্যসাথী প্রকল্পের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সর্বাধিক আবেদন জমা পড়বে বলে মনে করছে রাজ্য সরকার।

সেইমতো প্রস্তুতি ও শুরু হয়েছে। তবে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রাপকদের শিক্ষা ঋণের বকেয়া আবেদন দ্রুত মঞ্জুর করার ব্যাপারে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। দুয়ারে সরকার কর্মসূচির প্রস্তুতিতে তিনি এদিন সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন।

রাজনৈতিক কোন্দলের পাশাপাশি পরপর শুট আউট, প্রশাসনের মাথাব্যথার কারণ ব্যারাকপুর

সেখানে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে পুরনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডএর মাধ্যমে ঋণের বকেয়া আবেদন মঞ্জুর করার তিনি নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই তথ্য নথিভুক্ত করতে হবে বলে নবান্ন থেকে বলা হয়েছে।

কোনওভাবে যাতে দুয়ারে সরকারের কাজে কোনওরকম অবহেলা না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। অবহেলা যে কোনওভাবেই বরদাস্ত নয়, তা স্পষ্ট করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর , এইবারের দুয়ারে সরকার ক্যাম্প বসবে রাজ্যের বিভিন্ন জেলায় । এখনও পর্যন্ত রাজ্যে মোট ১.৩৭ লক্ষ ক্যাম্প হয়েছে বলে জানা যাচ্ছে। আর এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন । মুখ্যমন্ত্রী চান আরও বেশি করে মানুষ এই কর্মসূচির সুবিধা পান।

ভাই আগামি মাসে আরো এক দফায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করার কথা ঘোষণা করেছেন তিনি। বৈঠকে আলোচনা করবেন মুখ্যসচিব, বিভাগীয় বিভিন্ন সচিবসহ জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। যাতে সুষ্ঠুভাবে সাধারণ মানুষকে পরিষেবা একেবারে ঘরের দুয়ারে পৌঁছে দেওয়া যায়।

সম্পর্কিত পোস্ট