E-prescription : সমস্ত সরকারী হাসপাতালে এমারজেন্সি ওয়ার্ডে চালু হল ই-প্রেসক্রিপশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার সমস্ত সরকারি হাসপাতালে (Govt Hospital) এমারজেন্সি ওয়ার্ডে  (Emergency Ward) ই-প্রেসক্রিপশন ( E-prescription ) বাধ্যতামূলক করছে। স্বাস্থ্য দফতরের ( health department ) পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই সমস্ত প্রেসক্রিপশনের ওপর নজরদারি চালানো হবে। একাংশের সরকারি হাসপাতালের সঙ্গত কারণ ছাড়াই রোগী রেফার করার প্রবণতা আটকাতে এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

প্রতি হাসপাতালে ডেপুটি সুপার পদমর্যাদার একজন আধিকারিক রেফার সংক্রান্ত প্রতিটি মামলা এবং সেই সংক্রান্ত প্রেসক্রিপশন পর্যালোচনা করে দেখার পর কেন্দ্রীয় পোর্টাল আপলোড করবেন। কেন্দ্রীয়ভাবেও তার নিয়মিত পর্যালোচনা করে দেখা হবে।

অশান্তির আবহে ভোট মিটল আসানসোলে, দুই কেন্দ্রেই কমল ভোটের হার

E-prescription

কোন কোন কারণে এবং কি পদ্ধতিতে হাসপাতাল থেকে রোগীকে রেফার করা যাবে স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সে সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা জারি করে সমস্ত জেলার স্বাস্থ্য অধিকর্তাদের কাছে পাঠিয়েছে। ওই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হাসপাতালগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশিকা পালন না করলে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য অযাথা রোগী রেফার করার ঘটনার জন্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই রাজ্যের ৯০ টি সরকারি হাসপাতাল কে সতর্ক করে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট