আজ থেকে খুলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রাপথ, দেখে নিন একনজরে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার রেলমন্ত্রী পীযুশ গোয়েলের হাত ধরেই উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। এদিন সন্ধ্যে ৬টা নাগাদ সেক্টর ফাইভ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি।
মেট্রো রেল সূত্রে খবর, প্রথম পর্যায়ে ইস্ট-ওয়েস্ট চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত। ৫.৮ কিলোমিটার এই পথে ট্রেনটি অতিক্রম করবে ৬টি স্টেশন। সেগুলি হল, সেক্টর ফাইভ,করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম।সময় লাগবে ১৪ মিনিট।উদ্বোধনের দিন এই গোটা পথটাই অতিক্রম করবে ট্রেন।
শুরুর দিনে কোথাও কোনো ত্রুটি ধরা না পড়লে পরের দিন থেকেই ২০ মিনিট অন্তর সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রেন চলবে।থাকছে স্মার্ট কার্ড ও টোকেনের ব্যবস্থা। প্রথম দুই কিলোমিটারের জন্য ধার্য ভাড়া ৫ টাকা। সর্বাধিক ১০ টাকা
আরও পড়ুনঃসমাবর্তন অনুষ্ঠানে নাম নেই, ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল
নতুন কী কী ব্যবস্থা থাকছে এই মেট্রোতে?
প্ল্যাটফর্মে দুর্ঘটনা বা আত্মহত্যার ঘটনা আটকাতে থাকছে বিশেষ স্ক্রিন ডোর। যেটি মেট্রোর দরজার সঙ্গে সমন্বয় রেখে খুলবে।
সবকটি ট্রেনই বাতানুকুল।
এছাড়াও প্ল্যাটফর্মে রাখা থাকবে ফোন। কোনও যাত্রী সমস্যা দেখলেই ওই ফোন থেকে মেট্রোর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
প্রত্যেক কামরায় সিসিটিভি ও ডিসপ্লে বোর্ড
বয়স্ক যাত্রীদের জন্য স্টেশনে লিফট থাকছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রত্যেকটি স্টেশনে থাকছে শৌচাগারের ব্যবস্থা।
প্রসঙ্গত, উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। কারণ মেট্রোর তরফে এই উদ্বোধনের আমন্ত্রন পত্র পাঠানো হয়েছে তাতে লেখা রয়েছে, প্রকল্পের উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সম্মানীয় অতিথি হিসােবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাছাড়াও নাম রয়েছে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলী ঘোষদস্তিদার ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর।
তবে আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম নেই। বুধবার রাতে জানা গিয়েছে, সুজিত বসু, কাকলি ঘোষদস্তিদার বা কৃষ্ণা চক্রবর্তী কেউই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।