শহরতলীতে লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে রাজ্য সরকারকে চিঠি পূর্ব রেলের

দ্য কোয়ারি ওয়েবডস্কঃ  রাজ্যে কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শহরতলীতে লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে পূর্ব রেল রাজ্য সরকারকে চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে প্রায় ১৭০ জোড়া স্পেশাল ট্রেন চলছে। সেখানে রেল, ব্যাংক, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ সফর করায় শারীরিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা সম্ভব হচ্ছে না বলে রাজ্যকে জানানো হয়েছে।

রেলের অনেক কর্মী, চালক কোভিডে সংক্রমিত হয়েছিলেন। তাদের অধিকাংশই সেরে উঠেছেন। মাথায় রাখতে হয়েছে আর্থিক দিকও। এই পরিস্থিতিতে ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে রেল প্রস্তুত বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৬ ই মে থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। বিভিন্ন রুটে বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে রুটে যেমন ভাবে যাত্রী সংখ্যা বাড়ছে তেমন ভাবেই বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যাও।

অবিলম্বে সরান তারের জঞ্জাল, কেবল সংগঠনকে কড়া নির্দেশ সরকারের

আগামী ১৬ ও ১৭ জুন থেকে পুনরায় চালু হচ্ছে দূরপাল্লার বেশ কয়েক জোড়া ট্রেন। রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১৬ ই জুন থেকে চালানো হবে একাধিক রুটে দূরপাল্লার ট্রেন। চালু করা হবে ৩৩ জোড়া স্পেশাল ট্রেন।

তবে বাংলার সরকার সম্মতি না দেওয়া পর্যন্ত, পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা। তবে এই দূরপাল্লার ট্রেন চালানোর ক্ষেত্রেও বেশকিছু নিয়ম বিধি মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে বলেও জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট