ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজে শিক্ষা ঋণ, চালু হচ্ছে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজে শিক্ষা ঋণ পাওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আগামী ৩০ শে জুন থেকে শুরু হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছেন, এই প্রকল্পটি রাজ্য মন্ত্রীসভার অনুমোদন পেয়েছে। তিনি বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে দশম শ্রেণি থেকে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ পাবেন। রাজ্য সরকার ওই ঋণের জামিনদার হবে। ১০ বছর এরাজ্যে স্থায়ী ভাবে বসবাস করেছেন এমন পরিবারের ছেলে মেয়েরা স্নাতক, স্নাতকোত্তর থেকে ডক্টরেট পর্যন্ত এই সুবিধা পাবেন।

NHRC in WB: ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা

তিনি জানান, চাকরি হওয়ার পর ১ বছর পর ১৫ বছরের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। অনলাইনেও এই ঋণের আবেদন জানানো যাবে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে দশম শ্রেণিতে প্রতিবছর কম-বেশি ১০ লক্ষ পড়ুয়া থাকে, দ্বাদশ শ্রেণিতে থাকে সাড়ে ৯ লক্ষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হলে বাবা-মায়েদের সন্তানের উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তা দূর হবে। তাদের ঘরবাড়ি বিক্রি করে সন্তানের উচ্চশিক্ষার খরচ জোগাড় করতে হবে না।

উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দলীয় ইস্তাহারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে ছাত্র-ছাত্রীদের জন্য ইতিমধ্যেই বিভিন্ন রকম বৃত্তি ও প্রকল্প চালু রয়েছে। এবার পূর্বপ্র তিশ্রুতি মত স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হলো।

সম্পর্কিত পোস্ট