‘জয় শ্রীরাম’ বলায় পোলিং অফিসারকে সরিয়ে দিল কমিশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার রাজ্যে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। এরই মধ্যে পুর্বস্থলী দক্ষিণের একটি বুথে তৃতীয় পোলিং অফিসার ‘জয় শ্রীরাম’ বলায় তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, এদিন মক পোল চলাকালীন পুর্বস্থলী দক্ষিণের ৩৫ নম্বর বুথের তৃতীয় পোলিং অফিসার ‘জয় শ্রীরাম’ বললে রাজনৈতিক দলের নেতারা বিরোধিতা শুরু করেন। তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ জানিয়েছেন, কমিশনের তরফে কোনও পদক্ষেপ না নেওয়া হলে বুথে বুথে গিয়ে তিনি ‘জয় বাংলা’ বলবেন।

যদিও এই ঘটনা জানার পরেই ওই তৃতীয় পোলিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

বিজেপির দাবী, ‘জয় শ্রীরাম’ কোনও খারাপ কিছু নয়। বরং তৃণমূল প্রার্থী ‘জয় বাংলা’ শ্লোগান বাংলাদেশের।

সম্পর্কিত পোস্ট