গয়না পরে ইসিজি! সিবিআইকে ভয় পাচ্ছেন অনুব্রত?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গরু পাচার কাণ্ডে পরপর দু’বার সিবিআইয়ের ডাক এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। দু’দিনই অসুস্থ হয়ে পড়লেন মমতার আদরের ‘কেষ্টা’। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে অনুব্রত মণ্ডলের যে ছবি প্রকাশ্যে এসেছে তা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক।
শুক্রবার দ্বিতীয়বারের জন্য অনুব্রত মণ্ডলকে ডেকেছিল সিবিআই। কিন্তু তার ঘনিষ্ঠ মহল থেকে বলা হয় গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাজির হতে পারবেন না অনুব্রত। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর ইসিজি করা একটি ছবি প্রকাশ্যে আসে। সেই ছবিকে নিয়েই বিতর্ক শুরু হয়েছে। দেখা যায়, হাতে-গলায় সোনার অলঙ্কার পরে শুয়ে আছেন অনুব্রত, আর তাঁর ইসিজি হচ্ছে!
আজ ভোট, বাংলার পাশাপাশি নজর উত্তরপ্রদেশের দিকেও
নিয়ম বলছে ইসিজি করার সময় কোনও ব্যক্তি ধাতুর অলঙ্কার পড়ে থাকতে পারেন না। আজ পর্যন্ত যাদেরই ইসিজি হয়েছে সকলেই জানেন প্যাথলজি সেন্টারে ইসিজি টেবিলে ওঠার আগে যাবতীয় অলঙ্কার খুলে ফেলতে হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়াতে এটাও কি একটা কৌশল?
পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকেছে সিবিআই। তেমন কিছু সমস্যা নেই। তাহলে কেন বারবার সিবিআইয়ের ডাক এড়িয়ে যাচ্ছেন এই দাপুটে তৃণমূল নেতা?
তবে কি অনুব্রত মণ্ডল ভয় পাচ্ছেন সিবিআইয়ের জেরায়? তবে কি তিনি বিপদে পড়তে পারেন বলে আগাম আভাস পেয়েছেন? নাকি সামনে পুরভোট থাকায় রাজনৈতিক কারণেই জেরার পর্ব এড়িয়ে যাচ্ছেন তিনি?
কারণ যাই হোক, বারবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে এড়িয়ে যাওয়ায় অনুব্রত মণ্ডলকে নিয়ে জনমানসে সন্দেহ ক্রমশ তীব্র হচ্ছে। বিশেষ করে বিতর্কিত ইসিজির ছবি বাইরে আসার পর সেই বিতর্ক আরও ডালপালা মেলছে।