সম্ভবত জুনেই শম্ভুনাথ পন্ডিতে চালু হবে একমো হাব
দ্য কোয়ারি ডেস্ক: শীঘ্রই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চালু হচ্ছে একমো হাব। পাইপ লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী সপ্তাহেই বসবে যন্ত্র। মনে করা হচ্ছে জুন মাস থেকে শুরু হয়ে যাবে পরিষেবা দেওয়ার কাজ।
কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএম হসপিটালে যে যন্ত্র রয়েছে, সেগুলি স্থানান্তর করা হবে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। আগামী সপ্তাহ থেকেই এই কাজ শুরু হয়ে যাবে বলে জানা গেছে।
জানা গিয়েছে আরও চারটি যন্ত্র অতিরিক্ত বসানো হবে। HDU ৭ টি শয্যা, CCU তে ১২টি শয্যার ব্যবস্থা থাকছে। এছাড়াও একমো থাকছে ৭ টি শয্যায়। মোট ২৬ শয্যার একটি ইউনিট।
উল্লেখ্য দ্বিতীয় ঢেউ আসতেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কালসার চেহারা বিভিন্ন সময়ে উঠে এসেছে সংবাদমাধ্যমের পর্দায়। কোন সময় দেখা গেছে পরিকল্পনার অভাবে রোগী মৃত্যুর ঘটনা।
এই পরিস্থিতিতে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করছেন সেপ্টেম্বর-অক্টোবরে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। সবথেকে বেশি প্রভাব পড়বে শিশুদের ওপর।
দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়েই তৃতীয় ঢেউ সামাল দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ একটু নিম্নগামী হওয়াতেই নয়া কলেবরে তোলা হচ্ছে হাসপাতাল গুলিকে।