ইকোপার্কে চিড়িয়াখানা ! দেখা মিলবে বাঘ, সিংহ থেকে শুরু করে কুমিরেরও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এখন কলকাতার অন্যতম আকর্ষণ ইকোপার্ক। এবার সেই ইকোপার্ককে আরও আকর্ষণীয় করে তুলতে তার পাশেই গড়ে তোলা হচ্ছে এক পুর দস্তুর চিড়িয়াখানা। যেখানে দেখা মিলবে বাঘ, সিংহ থেকে শুরু করে জিরাফ, জেব্রা, গণ্ডার, জলহস্তি, মায় কুমিরেরও।

সরকারি সূত্রে জানা গিয়েছে নিউটাউনে প্রায় ১২.৫ একর জায়গা জুড়ে ওই চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।নিউটাউনের হরিণালয়কে পুরোদস্তুর চিড়িয়াখানায় রূপান্তরিত করা হবে। আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্পকে বাস্তবায়িত করে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুর চিড়িয়াখানা আগেই স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু জায়গার অভাবে সেই কাজ বেশি দূর এগোয়নি। এবার নিউটাউনের এই চিড়িয়াখানাকেই ওই স্থানান্তরকরণ প্রক্রিয়ার অঙ্গ করে নিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ আলিপুর চিড়িয়াখানার বাঘ, সিংহ, গণ্ডার, জলহস্তি, কুমীর, পাখি, জেব্রা, জিরাফের একটা বড় সম্ভারই উঠে আসবে এই নতুন চিড়িয়াখানায়।

গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ, রাজ্য ও কলকাতা পুলিশে বিপুল নিয়োগ

হিডকো সূত্রে জানা গিয়েছে, হরিণালয়ে চিড়িয়াখানা তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। জেব্রা, জিরাফ ও জলহস্তীর আবাসস্থল তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। পাখিদের আবাসস্থলের বাকিটা সম্পূর্ণ হতে আরও এক মাস লাগবে। তবে মাংসাশী প্রাণীর আবাসস্থল প্রস্তুতির কাজ এখন আটকে আছে। কেননা সেন্ট্রাল জু অথরিটি এই সংক্রান্ত অনুমোদন দেয়।

সেই অনুমোদন পাওয়া না গেলে নিউটাউনের চিড়িয়াখানায় মাংসাশী প্রাণী এনে রাখা যাবে না। সেন্ট্রাল জু অথরিটি অনুমোদন দিলেই মাংসাশী প্রানীদের এনে রাখার জন্য প্রয়োজনীয় নির্মাণের কাজ শুরু করে দেওয়া হবে। ইকোপার্ক কর্তৃপক্ষ আশাবাদী আগামী ১ বছরের মধ্যেই সেই অনুমোদন তাঁরা পেয়ে যাবেন। তখন সেখানে বাঘ, সিংহ, চিতা এবং শ্লথ বা হিমালয়ান ভল্লুক এনে রাখা হবে। তখন এই ইকো পার্কের আকর্ষণ আরও বেড়ে যাবে। বাড়ানো হবে হরিণের প্রজাতি ও তাদের সংখ্যাও।

সম্পর্কিত পোস্ট